পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শ্রাবন্তীকে ছাড়া মন খারাপ, বলেই দিলেন রোশন - রোশন সিংয়ের খবর

বছরের শেষে যখন সবাই নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে সময়টা উপভোগ করছেন, সেলিব্রেট করছেন, তখন রোশন একা । তাঁর পাশে আজ কেউ নেই ।

Srabanti chatterjee and roshan singh divorce
Srabanti chatterjee and roshan singh divorce

By

Published : Dec 21, 2020, 6:15 PM IST

কলকাতা : শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের সম্পর্কের ফাটল আর গোপনে নেই । নিজের মুখে কেউ কিছু স্বীকার না করলেও এখন এটা ওপন সিক্রেট । তবে এতদিন শ্রাবন্তীর প্রতি রোশনের তিক্ততাই দেখেছেন মানুষ । আজ দেখা গেল অন্য রোশনকে ।

শ্রাবন্তীকে ছাড়া যেন একা অসহায় রোশন । চারপাশে দম্পতিদের দেখে নিজের ফেলে আসা অতীতকে খুঁজে বেড়াচ্ছেন তিনি । ব্যাপারটা কী ?

ইনস্টাস্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন রোশন । অগণিত দম্পতির পিছনে দাঁড়িয়ে একা এক যুবক । তবে তার পাশে কেউ নেই । তাই সে নিজেই নিজেকে জড়িয়ে ধরে রয়েছে ।

রোশনের ইনস্টাস্টোরি..

ছবিটি শেয়ার করে রোশন লিখেছেন, "এটাই আমার অবস্থা" । অর্থাৎ ওই পিছনে দাঁড়িয়ে থাকা যুবকের মতো নিঃসঙ্গতা অনুভব করছেন তিনিও । তার মানে কি শ্রাবন্তীকে ছাড়া মন খারাপ রোশনের ? নেটিজেনদের তো তাই মনে হচ্ছে ।

ওদিকে শ্রাবন্তী শুরু করেছেন শুটিং । হাসিমুখে তোলা একের পর এক ছবি শেয়ার করছেন তিনি সোশাল মিডিয়ায় । তাহলে কি সব ভুলে নতুন পথে হেঁটেছেন অভিনেত্রী ? নাকি ওই হাসির মধ্যেই লুকিয়ে অনেক না বলা কথা ? কে জানে !

ABOUT THE AUTHOR

...view details