কলকাতা : বিয়েটা সেরেছিলেন গোপনে। শ্রাবন্তী চ্যাটার্জি আর রোশন সিংহের বিয়ের খবর একেবারেই জানতে পারেননি কেউ। বিয়ের বেশ কয়েকদিন পর সেই ছবি নিজেরাই সামনে এনেছিলেন দম্পতি। হানিমুন করতে যাওয়ার খবরও জানা গেছিল শ্রাবন্তীর ইনস্টাগ্রামে। কিন্তু কোথায় গেলেন তাঁরা হানিমুন করতে? সেই বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন দম্পতি।
সম্প্রতি রোশানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেল হানিমুনের আরও কিছু ছবি। সেই ছবি দেখেও বোঝা গেল না আসলে কোথায় গেছেন তাঁরা। কোনও ছবিতে লেখা, এই পৃথিবীরই কোনও অংশে রয়েছেন তাঁরা, আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে পাখির বাসার মতো কোনও জায়গায় বসে রয়েছেন তাঁরা।