কলকাতা : কলকাতার আনন্দপুর এলাকার একটি বিশালবহুল বহুতলে বাস রচনার । এই এলাকার দুস্থ মানুষের হাতে তিনি তুলে দিলেন স্যানিটাইজ়ার, মাস্ক, গ্লাভস আর কিছু খাবারদাবার । শেখালেন স্যানিটাইজ়েশনের পদ্ধতিও । রচনা ETV ভারত সিতারাকে পাঠিয়েছেন কিছু ভিডিয়ো । জানিয়েছেন তাঁর বক্তব্য ।
রচনা আমাদের বললেন, "এই সময় আমাদের প্রয়াস দুস্থ মানুষের পাশে দাঁড়ানো । আর তার জন্য আমার বাড়ির কাছে যত স্লাম আছে, সেখানে যত দুস্থ মানুষ আছেন, তাঁদের হাতে স্যানিটিজ়ার ও মাস্ক তুলে দিলাম । আজ এখানে আমার পাশে আছেন মদনদা (পড়ুন মদন মিত্র), আমার বহুতলের কিছু বন্ধু বান্ধব আছেন । এই জায়গাটাকে আমরা স্যানিটাইজ়ও করেছি। সকলের পাশে দাঁড়ানোই এখন আমাদের মূল উদ্দেশ্য ।"