কলকাতা, 20 জানুয়ারি: 26 জানুয়ারি ওটিটি-তে (Mukti in OTT) আসছে ওয়েব সিরিজ 'মুক্তি'(Ritwick Chakraborty in Mukti)। পরাধীন ভারতের চালচিত্র উঠে এসেছে সিরিজে । ব্রিটিশ সরকারের অধীনস্থ জেলারের ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ।
রোহন ঘোষের পরিচালনায় পরাধীন ভারতের চালচিত্র নিয়ে আসছে 'মুক্তি'(web series Mukti)। গল্পের কেন্দ্রে ব্রিটিশ সরকারের অধীনস্থ এক জেলার । নাম রামকিঙ্কর । আর পাঁচটা বাঙালির মতোই তার কাছে চাকরির গুরুত্ব আছে । পরাধীন দেশের জেলার সে । বিদেশিদের সঙ্গে যুক্তির কিছু মিল আছে তার । কিন্তু সেই সময়ে ব্রিটিশদের অধীনে কাজ করলে বড্ড আত্মসম্মান খোয়া যেত । ভারতীয়দের তুচ্ছতাচ্ছিল্য করে মজা পেতেন তৎকালীন ব্রিটিশ সরকারেরা । রামকিঙ্করকেও সহ্য করতে হয়েছে সেইসব । এই চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী । খবরটা নতুন নয় । এমন চরিত্র পেয়ে বেশ খুশি অভিনেতা ।
ঋত্বিক জানান, "এ রকম গল্প নিয়ে সাধারণত বাংলা ছবি খুব কমই হয় । কিন্তু হয় না বলব না । তবে এ ধরনের গল্প সাম্প্রতিককালে দেখিনি । 'মুক্তি' অনন্য সেদিক থেকে । তাই কাজটা করতে আগ্রহী হই । তাছাড়া এ রকম চরিত্র আগে কখনও করিনি । আমরা সকলেই জানি, সশস্ত্র কিংবা অহিংস আন্দোলন খুব দৃঢ় ভাবে শামিল ছিল স্বাধীনতা আন্দোলনে । এই দুই মত খুব সুন্দর ভাবে এসেছে এখানে । ব্রিটিশ-ভারতীয়দের মধ্যে ফুটবল ম্যাচ হত । সেই দিকটিও এসেছে ছবিতে খুব সুচারু ভাবে । প্রচুর ভাল অভিনেতা আছেন । যাঁদের দর্শক খুব পছন্দ করেন । তাঁদের একেবারে অন্য ইমেজে পাবেন এখানে । আমি তো বলব, বেশ উপভোগ্য সিরিজ হতে চলেছে 'মুক্তি'।"