পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ritwick Chakraborty in Mukti: কেন মুক্তির পথে পা বাড়ালেন ঋত্বিক ? - ঋত্বিক চক্রবর্তীর ওয়েব সিরিজ

26 জানুয়ারি ওটিটি-তে (Mukti in OTT) মুক্তি পাচ্ছে ঋত্বিক চক্রবর্তীর ওয়েব সিরিজ 'মুক্তি'(Ritwick Chakraborty in Mukti)।

ritwick-chakraborty Ditipriya Roy-to-act-in-web-series-mukti
কেন মুক্তির পথে পা বাড়ালেন ঋত্বিক ?

By

Published : Jan 20, 2022, 6:55 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: 26 জানুয়ারি ওটিটি-তে (Mukti in OTT) আসছে ওয়েব সিরিজ 'মুক্তি'(Ritwick Chakraborty in Mukti)। পরাধীন ভারতের চালচিত্র উঠে এসেছে সিরিজে । ব্রিটিশ সরকারের অধীনস্থ জেলারের ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ।

রোহন ঘোষের পরিচালনায় পরাধীন ভারতের চালচিত্র নিয়ে আসছে 'মুক্তি'(web series Mukti)। গল্পের কেন্দ্রে ব্রিটিশ সরকারের অধীনস্থ এক জেলার । নাম রামকিঙ্কর । আর পাঁচটা বাঙালির মতোই তার কাছে চাকরির গুরুত্ব আছে । পরাধীন দেশের জেলার সে । বিদেশিদের সঙ্গে যুক্তির কিছু মিল আছে তার । কিন্তু সেই সময়ে ব্রিটিশদের অধীনে কাজ করলে বড্ড আত্মসম্মান খোয়া যেত । ভারতীয়দের তুচ্ছতাচ্ছিল্য করে মজা পেতেন তৎকালীন ব্রিটিশ সরকারেরা । রামকিঙ্করকেও সহ্য করতে হয়েছে সেইসব । এই চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী । খবরটা নতুন নয় । এমন চরিত্র পেয়ে বেশ খুশি অভিনেতা ।

ঋত্বিক জানান, "এ রকম গল্প নিয়ে সাধারণত বাংলা ছবি খুব কমই হয় । কিন্তু হয় না বলব না । তবে এ ধরনের গল্প সাম্প্রতিককালে দেখিনি । 'মুক্তি' অনন্য সেদিক থেকে । তাই কাজটা করতে আগ্রহী হই । তাছাড়া এ রকম চরিত্র আগে কখনও করিনি । আমরা সকলেই জানি, সশস্ত্র কিংবা অহিংস আন্দোলন খুব দৃঢ় ভাবে শামিল ছিল স্বাধীনতা আন্দোলনে । এই দুই মত খুব সুন্দর ভাবে এসেছে এখানে । ব্রিটিশ-ভারতীয়দের মধ্যে ফুটবল ম্যাচ হত । সেই দিকটিও এসেছে ছবিতে খুব সুচারু ভাবে । প্রচুর ভাল অভিনেতা আছেন । যাঁদের দর্শক খুব পছন্দ করেন । তাঁদের একেবারে অন্য ইমেজে পাবেন এখানে । আমি তো বলব, বেশ উপভোগ্য সিরিজ হতে চলেছে 'মুক্তি'।"

মুক্তির একটি দৃশ্যে

আরও পড়ুন:Ritwick Ditipriya: ওয়েবে যাত্রা শুরু ঋত্বিকের, জুটি বাঁধছেন দিতিপ্রিয়া

নিজের চরিত্রের প্রসঙ্গ টেনে ঋত্বিক ইটিভি ভারতকে জানান, "রামকিঙ্করের নিজস্ব একটা মত যেমন আছে, তেমনি পরাধীন ভারতে চার পাশের ঘটনা তাকে আঘাত করে ভারতীয় হিসেবে । একটা দোটানা কাজ করে তার মধ্যে । সহজ ভাবে বলতে গেলে, ব্রিটিশের কিছু যুক্তিতে তার সায় আছে । আবার ভারতীয়দের উপর ব্রিটিশের অকথ্য অত্যাচার তাকে বেদনা দেয় । ওদিকে চাকরিটা বাঁচানোর তাগিদও আছে তার । একটা দোটানা কাজ করে রামকিঙ্করের মধ্যে । কী করে সে শেষে ? সেটাই দেখার ।"

মুক্তিতে ঋত্বিক

গল্পের প্রেক্ষাপট মেদিনীপুর সেন্ট্রাল জেল । সেই জেলের জেলার এবং তার দুজন ব্রিটিশ বস-সহ চারপাশের অন্য মানুষদের মতৈক্য, মতানৈক্য সব নিয়েই 'মুক্তি'। আসছে 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে । বিভিন্ন চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুদীপ সরকার, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy in Mukti), চিত্রাঙ্গদা চক্রবর্তী প্রমুখ ।

আরও পড়ুন:পাঞ্জাবি আর রবীন্দ্রসংগীতেই আটকে বাঙালিয়ানা ? ঋত্বিক বললেন...

ABOUT THE AUTHOR

...view details