পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'বিদ্রোহিনী' ঋতুপর্ণা - Rituparna Sengupta new film

IPS অফিসারের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । ঘর ও সমাজে হওয়া অবিচারের বিরুদ্ধে একটা মহিলার লড়াইয়ের কাহিনি তুলে ধরা হবে ছবিতে ।

ছবি

By

Published : Oct 18, 2019, 10:52 PM IST

কলকাতা : IPS অফিসারের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । ছবির নাম 'বিদ্রোহিনী' । ছবিটি পরিচালনা করছেন সন্দীপ চৌধুরি ।

ছবিতে ঋতুপর্ণার চরিত্রটির নাম 'কিরণ'। ধর্ষণের শিকার হয় তার দিদি । তাকে বিচার দিতে লড়াই শুরু করে কিরণ । এদিকে কিরণের স্বপ্ন ছিল বিয়ে করে সুখে সংসার করার । কিন্তু, বিয়ের পর একাধিক সমস্যার সম্মুখীন হয় সে । তারপরই শ্বশুরবাড়ি ছেড়ে নিজের মতো করে জীবন যাপন করা শুরু করে ।

ছবিতে ঋতুপর্ণার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জিতু কমল, ঋষি কৌশিক, অনিন্দ্য সরকার, অরুণিমা সেন, সোনালী চৌধুরি । ছবির শুটিং চলছে । ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু এলাকায় শুটিং হয়েছে ।

ছবি সম্পর্কে ঋতুপর্ণা বলেন, "আমি কখনও অঞ্জন চৌধুরির সঙ্গে কাজ করিনি । এখন তাঁর ছেলে সন্দীপ চৌধুরির সঙ্গে কাজ করতে চাই । 'বিদ্রোহিনী' ছবিতে একটা সামাজিক মেসেজ রয়েছে। ঘর ও সমাজে হওয়া অবিচারের বিরুদ্ধে একটা মহিলার লড়াইয়ের কাহিনি তুলে ধরা হবে ছবিতে । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details