কলকাতা : 'গোত্র' ছবিতে অরিজিনালি নাচটি নেচেছেন দেবলীনা কুমার, মানালি দে ও ওম। অল্প স্বল্প নাচ করতে দেখা গেছে অনুসূয়া মজুমদারকে আর নাচ না করলেও গানের দৃশ্যে উপস্থিত ছিলেন নাইজেল আকারাও। দেবলীনাই প্রথম এই চ্য়ালেঞ্জের সূচনা করেন সোশাল মিডিয়ায়।
'রঙ্গবতী চ্যালেঞ্জ' নিলেন ঋতুপর্ণা, ভাইরাল সোশাল মিডিয়ায় - গোত্র
'গোত্র' ছবির একটি গান 'রঙ্গবতী'। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় একটি চ্যালেঞ্জ শুরু হয়। গানের দৃশ্যে যে নাচটি রয়েছে সেটা নেচে দেখাতে হবে এবং শেয়ার করতে হবে সেই ভিডিয়ো। আজই সেই চ্য়ালেঞ্জ নিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
গোত্র
রীতিমতো তালিম নেওয়া নৃত্য়শিল্পী দেবলীনা। ফলে তাঁর নাচ খুবই প্রশংসিত হয় মুক্তির পর পরই। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে দেবলীনা নিজের পরিচিত জনদের নাচটি নেচে দেখানোর চ্য়ালেঞ্জ ছুঁড়ে দেন। যাদের চ্য়ালেঞ্জ ছুঁড়ে দেন তারা আবার অন্য কাউকে চ্য়ালেঞ্জটি পাস করে দেবেন, সেটাই নিয়ম। এভাবে পাস হতে হতে ঋতুপর্ণার কাছে এসে পৌঁছয় 'রঙ্গবতী চ্যালেঞ্জ'। আর তিনি অত্যন্ত নিপুণভাবে নাচটি পারফর্ম করেন।
দেখে নিন ঋতুপর্ণার শেয়ার করা ভিডিয়োটি...