কলকাতা, 8 অক্টোবর: বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) সঙ্গীত জীবনের 50 বছর পার হল চলতি বছরেই । আর এই বছরেই ঋতু অনুরাগীদের জন্য আছে সুখবর । এ বার পুজোয় তাঁরা তাঁদের প্রিয় অভিনেত্রীকে পাবেন অন্য ভূমিকায় । লিপির কথায় আর বাপ্পি লাহিড়ীর সুরে গান গাইলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
"ফুলমতি, লজ্জাবতী কিছুই তো নই, তোমার সাথে ভালোবাসা মনে প্রাণে রই..."--- কথাগুলি নিজেকে নিয়েই বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত । আর তা বলাচ্ছেন বাপ্পি লাহিড়ী । বিষয়টা খুলে বলি । এই পুজোয় ঋতুপর্ণা সেনগুপ্তর কণ্ঠে বাপ্পি লাহিড়ীর সুরে, লিপির কথায় হাজির মিউজিক ভিডিয়ো অ্যালবাম 'ফুলমতি'। ভিডিয়োতে দেখা গিয়েছে ঋতুপর্ণা এবং বাপ্পি লাহিড়ী দু'জনকেই ।
ঋতুপর্ণার গানের সঙ্গে কথার ফুলঝুরি ফোটাচ্ছেন বাপ্পি লাহিড়ী । ভিডিয়োতে কোমর দোলাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে । মুক্তরাম বাবু রোডের 'শ্রীবিনায়ক সেবাস্থানম' মন্দিরে রিলিজ হল 'ফুলমতি' ভিডিয়ো অ্যালবামটি । হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী সুরজিৎ (ভূমি), অভিনেতা অর্জুন চক্রবর্তী ।
আরও পড়ুন:Devlina Kumar: বিয়ের পর প্রথম পুজো, দেবলীনার বাড়ি থেকে তত্ত্ব এল গৌরবের বাড়িতে
অভিনেত্রী বলেন, "বাপ্পিদা যে দিন আমায় বললেন গানটা গাওয়ার কথা আমি তো অবাক । কী করে গাইব? আমি তো গান গাই না । বাপ্পিদা বললেন, চেষ্টা কর না । আমিও সাহস নিয়ে গাইলাম । দাদার পছন্দ হল । পরদিনই বললেন রেকর্ড করবেন । যাই হোক ব্যাপারটা ঘটে গেল অবশেষে । সকলের ভাল লাগলেই আমার জয় । আমি সবসময়ই নিজেকে অন্যভাবে দেখানোর চেষ্টা করি । ফুলমতিও তার মধ্যে একটি হয়ে থাকবে ।"