পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিঙ্গাপুরে বান্ধবীদের সঙ্গে সিঁদুর খেললেন ঋতুপর্ণা - Rituparna sindur khela

সিঙ্গাপুরের রয়েছেন তো কী ! সেদেশে বাঙালির অভাব নেই । এবং তাঁদের সঙ্গে ঋতুপর্ণার ভাবও রয়েছে । তাই আজ সিঁদুর খেলার বিশেষ মুহূর্তে প্রত্যেকে লাল পেড়ে সাদা শাড়ি, কিংবা পুরোটাই লাল শাড়ি পরে মেতে উঠেছেন । একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন তাঁরা ।

asd
asd

By

Published : Oct 26, 2020, 10:15 PM IST

কলকাতা : লকডাউনের আগে থেকেই সিঙ্গাপুরে নিজের পরিবারের সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । কলকাতাকে খুবই মিস করছেন তিনি । তবে পুজোতে সিঙ্গাপুরে চুটিয়ে আনন্দ করেছেন টলি কুইন । আজ সেখানকার বন্ধু-বান্ধব, অর্থাৎ প্রবাসী বাঙালি বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলেন তিনি ।

.

সিঙ্গাপুরের রয়েছেন তো কী ! সেদেশে বাঙালির অভাব নেই । এবং তাঁদের সঙ্গে ঋতুপর্ণার ভাবও রয়েছে । তাই আজ সিঁদুর খেলার বিশেষ মুহূর্তে প্রত্যেকে লাল পেড়ে সাদা শাড়ি, কিংবা পুরোটাই লাল শাড়ি পরে মেতে উঠেছেন । একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন তাঁরা ।

.

কোরোনা পরিস্থিতির কারণে কলকাতা হাইকোর্ট এবার সিঁদুর খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে । তাই প্রতিবছর শহরে যে পরিমাণ সিঁদুর খেলার চিত্র দেখা যায়, এবার সেই চিত্র দেখা যায়নি । বাড়িতেই খুব হালকাভাবে সিঁদুর খেলেছেন কেউ কেউ । সিঙ্গাপুরের আদালত সিঁদুরখেলায় নিষেধাজ্ঞা জারি করেনি । তাই ঋতুপর্ণা ও তাঁর বান্ধবীরা সেখানে সিঁদুর খেলতে পেরেছেন ।

.

এখানেই ইতি নয় । সিঁদুরখেলার পর এখনকার চলতি ট্রেন্ড ফটো সেশন । বান্ধবীদের সঙ্গে গ্রুপ ফটো থেকে শুরু করে, সিঁদুর মাখানোর ফটো সবই তুলেছেন ঋতুপর্ণা । কলকাতায় ঢাকের আওয়াজ সিঙ্গাপুর পর্যন্ত না পৌঁছলেও, ঋতুপর্ণার সিঁদুর মাখা বিজয় কলকাতা পর্যন্ত পৌঁছে গিয়েছে ।

.

ABOUT THE AUTHOR

...view details