পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমার কাছে রোজই মাদার্স ডে", ভিডিয়োবার্তায় বললেন ঋতুপর্ণা - ঋতুপর্ণা সেনগুপ্তের খবর

ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে প্রতিটা দিনই মাতৃদিবস । ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করা ভিডিয়োতে অভিনেত্রী এমনটাই জানালেন ।

Rituparna Sengupta on mother's day
Rituparna Sengupta Mothers day

By

Published : May 10, 2020, 4:20 PM IST

কলকাতা : আজ আন্তর্জাতিক মাতৃ দিবস । তবে মাকে শ্রদ্ধা জানানোর জন্য একটি বিশেষ দিনকে দাগিয়ে দিতে নারাজ ঋতুপর্ণা সেনগুপ্ত । তাঁর কাছে প্রতিটা দিনই মাদার্স ডে ।

আমাদের সঙ্গে শেয়ার করা ভিডিয়োতে ঋতুপর্ণা বললেন, "আমার কাছে রোজই মাদার্স ডে । কারণ মায়ের কোনও বিকল্প নেই । মায়ের সান্নিধ্য, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ । যাঁরা মাকে পায়নি বা ছোটোবেলায় মাকে হারিয়েছেন, তাঁরা যে কী হারিয়েছে সেটা ভাষায় ব্যক্ত করতে পারব না ।"

আজ ঋতুপর্ণা নিজে একজন মা । তাই তিনি ভালোই বুঝতে পারেন সন্তানের জন্য মায়ের মন কেন কাঁদে । তিনি বুঝতে পারেন তাঁর মা কেন তাঁকে বকতেন, কেন সাবধান করতেন, কেন পরামর্শ দিতেন ।

এই মাতৃদিবসে পৃথিবীর প্রতিটি মাকেই শ্রদ্ধা জানালেন ঋতুপর্ণা । শুধু গর্ভধারিনী মা নন, যাঁরা মাতৃস্নেহে সন্তান পালন করেছেন তাঁদের উদ্দেশেও ঋতুপর্ণার এই বার্তা । দেখে নিন..

ভিডিয়োবার্তা

বিশেষ দিনটিকে সেলিব্রেট করতে ঋতুপর্ণা মেয়ের সঙ্গে একটি পারফর্মেন্সও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । দেখে নেওয়া যাক সেই চমৎকার পারফর্মেন্সটিও...

ABOUT THE AUTHOR

...view details