সিঙ্গাপুর : লকডাউনের আগে থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, দুর্গাপুজো-লক্ষ্মীপুজো সবকিছুই সেলিব্রেট করছেন । তবুও মন ভালো নেই ঋতুপর্ণার । একজন অভিনেত্রী হয়ে সিনেমা হলের সেই পরিবেশে ফিরতে চাইছে মন ।
সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন ঋতুপর্ণা । সুতির আনারকলির সঙ্গে ম্যাচ করে পরেছেন জমকালো নীল ওড়না । কোনও এক সিনেমা হলের সামনে দাঁড়িয়ে তোলা ছবিটি । নস্ট্যালজিক অভিনেত্রী ।
ক্যাপশনে তিনি লিখেছেন, "থিয়েটারের সেই দিনগুলো । #MajorMissing" অর্থাৎ থিয়েটারে যাওয়ার সেই দিনগুলো খুব মিস করছেন ঋতুপর্ণা ।
শুধু তিনি কেন, অনেকেই ফিরে পেতে চাইছেন সিনেমা হলের সেই পরিবেশ, বড় স্ক্রিনে ছবি দেখার উত্তেজনা, সিনেমার চরিত্রদের কাছ থেকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা । তবে সেই সাহস আর পাচ্ছেন কই ? যদি কোরোনা হয়ে যায় ! যদিও যাবতীয় সতর্কবিধি মেনেই খুলেছে সিনেমা হল । তবুও...
ঋতুপর্ণার নিজের অনেকগুলো ছবি মুক্তির অপেক্ষায় । তবে সেগুলি কোন মাধ্যমে রিলিজ় করবে তা এখনও অজানা ।