পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনামুক্ত বছরের অপেক্ষায় ঋতুপর্ণা - Rituparna sengupta on new year

কোরোনামুক্ত হোক 2021, অপেক্ষায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানালেন, 2021 সালটা যেন অনেক ভালো কিছু বহন করে আনে ।

Rituparna sengupta on new year
Rituparna sengupta on new year

By

Published : Dec 28, 2020, 9:16 PM IST

কলকাতা : 2020 সাল নিয়ে নতুন করে কিছু বলার নেই । এই বছর আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে । একই সঙ্গে এই বছর আমাদের অনেক কিছু শিখিয়েছে । সব মিলিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি আমরা । 2021 সালটা অনেক আশা, আনন্দ নিয়ে আসুক, চাইছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা বললেন, "2020 সালটা একেবারে মন ভেঙে দিয়েছে সবার । কাছের মানুষদের হারিয়েছি আমরা । আবার এমন মানুষকেও হারিয়েছি যাদের আমরা চিনতামই না । অনেক তাবড় শিল্পীও এই বছর আমাদের ছেড়ে চলে গেছেন ।"

তাই 2021 সালটা অন্যরকম হোক, আশা অভিনেত্রীর । ঋতুপর্ণা বললেন, "2021 সালটা অনেক ভালো কিছু বহন করে নিয়ে আসুক । এই দুঃখ, এই নেগেটিভিটি থেকে মুক্তি চাই আমরা । আশা করছি পরের বছরটা সুন্দর কাটবে ।"

আপাতত পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে আছেন ঋতুপর্ণা । লকডাউনের পর থেকেই উনি ওখানে । বললেন, "হয়তো পরের বছরের শুরুতেই দেশে ফিরব । কিছু কাজ শুরু করার কথা আছে ।"

ঋতুপর্ণার শেষ অভিনীত ছবি 'পার্সেল' মুক্তি পেয়েছিল সিনেমা হলে । তবে লকডাউন হয়ে যাওয়ায় ছবিটির প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয় হল মালিকরা ।

ABOUT THE AUTHOR

...view details