কলকাতা : আজ সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর । তাঁর মৃত্যুতে শুধু বলিউড তারকারাই নন, শোকপ্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও ।
ETV ভারত সিতারাকে ঋতুপর্ণা বলেন, "একজন এতবড় মানুষের মৃত্যু হল গতকাল । সেটা সামলাতে না সামলাতে আরও একজন বিখ্যাত মানুষের মৃত্যু হবে সেটা ভাবতেও পারিনি । সবকিছুই খুব গুলিয়ে যাচ্ছে । খুব অসহায় লাগছে এই মুহূর্তে । কী বলব বুঝতে পারছি না । তবে এইটুকু বলতে পারি, যে ঋষি কাপুর আমাদের ভারতীয় সিনেমার অন্যতম বড় এন্টারটেনার ছিলেন । ছোটোবেলা থেকে ওঁর ছবি দেখে বড় হয়েছি । ঋষি কাপুরের সবচেয়ে বড় সম্পদ তাঁর হাসি ও অভিব্যক্তি । খুব ছোটো বয়স থেকেই আমি ওঁর ফ্যান । অনেক স্মরণীয় চরিত্রে ঋষি কাপুর অভিনয় করেছেন ।"
ঋষি কাপুরের সঙ্গে তাঁর ব্যক্তিগত আলাপ, অভিজ্ঞতার কথাও আমাদের সঙ্গে শেয়ার করলেন ঋতুপর্ণা । বলেন, "মুম্বইতে প্রথম 'তিসরা কউন' নামে একটি ছবিতে কাজ করেছিলাম । প্রযোজক ছিলেন এন এন সিপ্পি । চাঙ্কি পান্ডে, আমি, সোমি আলি, অমল পালেকার ও মিঠুন চক্রবর্তী ছিলেন ছবিতে । সিনেমার একটি পার্টিতে ঋষি কাপুর আমাদের ক্ল্যাপস্টিক দিয়েছিলেন । খুব প্রশংসা করেছিলেন সবার । সবাইকে শুভেচ্ছাও দিয়েছিলেন । ওই দিনটা আজও আমার চোখে ঘোরে । আমার মনে পড়ে যায় ওই দিনটা, যখনই আমি ঋষি কাপুরকে মিট করি ।"
তিনি আরও বলেন, "আমরা বেশ কিছুদিন অস্ট্রেলিয়াতে একসঙ্গে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভালে ছিলাম । অস্ট্রেলিয়াতে ঋষি কাপুরের ছবি 'কাপুর অ্যান্ড সন্স' দেখানো হয়েছিল । আমার 'রাজকাহিনি'-ও সেখানে দেখানো হয় । প্রত্যেকদিন সন্ধেবেলায় আমরা ওঁর কাছে থেকে অনেক গল্প শুনতাম । অনেক মজার মজার কথা বলতেন উনি । মুম্বইতেও ওঁর বাড়িতে আমাদের নিমন্ত্রণ করেছিলেন একবার । আমরা গিয়েছিলাম । নিতুজি ও ঋষি কাপুরের থেকে সবসময় ভালোবাসা এবং স্নেহ পেয়েছি । উনি অসুস্থ ছিলেন আমি শুনেছিলাম । এতবড় একজন লেজেন্ড চলে যাওয়া আমাদের কাছে সবসময়ই অপূরণীয় ক্ষতি । উনি 'রাজমা চাওয়াল'-এর মতো ছবিতে অভিনয় করেছেন । এছাড়া 'দো দুগুনি চার'-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে সবাইকে অনুপ্রেরণা দিয়েছেন । ঋষি কাপুরের সঙ্গে কারও কোনও তুলনা হয় না । ডিম্পল কাপাডিয়া ও ঋষি কাপুরের 'সাগর কিনারে' গানটা বোধহয় এখনও দেখলে মানুষ প্রেমে পড়তে পারে । 'সারগম' থেকে শুরু করে 'দিওয়ানা', এমন কোনও ছবি নেই যেখানে ঋষি কাপুরের ওই হাসি, প্রাণবন্ত অভিনয় দেখা যায়নি ।"