পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Covid Surge in Tollywood : দ্বিতীয়বার করোনা পজিটিভ ঋতুপর্ণা সেনগুপ্ত, সংক্রামিত ঋদ্ধি সেনও - করোনা পজিটিভ ঋতুপর্ণা সেনগুপ্ত

করোনা পজিটিভ টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ তিনি বাড়িতেই আইসোলেশনে চলে গিয়েছেন (Actor Rituparan Sengupta Tests Covid Positive) ৷ তাঁর স্বামী ও শাশুড়ির রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ করোনা আক্রান্ত হয়েছেন ঋদ্ধি সেন (Actor Riddhi Sen Tests Covid Positive) ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন ৷

Rituparna Sengupta and Riddhi Sen Test Covid Positive
Rituparna Sengupta and Riddhi Sen Test Covid Positive

By

Published : Jan 8, 2022, 3:33 PM IST

Updated : Jan 8, 2022, 5:17 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : দ্বিতীয়বার করোনা আক্রান্ত টলিউড অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত (Actor Rituparan Sengupta Tests Covid Positive) ৷ সম্প্রতি দার্জিলিংয়ে একটি ছবির শুটিংয়ের পাশাপাশি সপরিবার ঘুরতে গিয়েছিলেন তিনি ৷ ফিরে এসে সকলের সর্দি-কাশির সমস্যা দেখা দেয় ৷ সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তবে, অভিনেত্রীর স্বামী সঞ্জয় চক্রবর্তী এবং শাশুড়ির রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ অন্যদিকে, করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন (Actor Riddhi Sen Tests Covid Positive) ৷ এর আগে তাঁর মা রেশমি সেনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে একবার করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ জানা গিয়েছে অভিনেত্রী একা নন, তাঁর পরিবারের একাধিক সদস্য সংক্রমিত হয়েছেন ৷ তবে, ঋতুপর্ণার স্বামী এবং শাশুড়ির রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ ছবির শুটিংয়ের জন্য ইংরেজি নববর্ষের সময় দার্জিলিংয়ে ছিলেন তিনি ৷ নববর্ষের কারণে ছুটি কাটাতে তাঁর পরিবারও সেখানে উপস্থিত ছিল ৷ ফিরে এসেই সকলের শরীর খারাপ হয় ৷ দ্রুত তাঁরা কোভিড টেস্ট করান ৷ রিপোর্ট পজিটিভ আসার পরেই বাড়ির মধ্যেই আইসোলেশনে চলে গিয়েছেন অভিনেত্রী (Rituparan Sengupta in Home Isolation) ৷

আরও পড়ুন : Dev Tweets on Corona Speculations : তিনি করোনা আক্রান্ত নন, টুইট দেবের

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা তথা কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন ৷ দিন তিনেক আগেই তাঁর মা অভিনেত্রী রেশমি সেনও করোনা পজিটিভ হন (Covid Surge in Tollywood) ৷ যখন সংক্রমণের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী ৷ ঠিক সেই পরিস্থিতিতে করোনা সংক্রান্ত বিধিনিষেধে কিছুটা শিথিলতা এনেছে রাজ্য সরকার ৷ 50 শতাংশ গ্রাহক নিয়ে সেলুন ও পার্লার খোলার অনুমতি দিয়েছে প্রশাসন ৷

Last Updated : Jan 8, 2022, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details