পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেন ভোট দিচ্ছেন না প্রসেনজিৎ ঋতুপর্ণা?

সেলেব্রিটিরা কাকে ভোট দিলেন ? এই প্রশ্ন তাঁদের অনুরাগীদের মনে আসতেই পারে। তবে জানেন কি ? এবছর ভোট দিতে পারছেন না প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত ?

ফোটো সৌজন্য ফেসবুক প্রসেনজিৎ চ্যাটার্জি

By

Published : May 18, 2019, 7:26 PM IST

কলকাতা : আগামীকাল, অর্থাৎ ১৯ মে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট কলকাতায়। সকাল থেকেই ভোট বুথে পড়বে ভোটারদের লাইন। ভোট দিতে আসবেন নামিদামীরাও। সেলিব্রিটিরা ভোট দিতে যাচ্ছেন, এই নিয়ে আগ্রহ থাকবে ভক্তদের।

সবচেয়ে যে সেলিব্রিটিদের নিয়ে আগ্রহ, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবার ভোট দিচ্ছেন না। কিন্তু কেন? উত্তর খুঁজল ETV BHARAT।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে কলকাতা শহরে নেই। ১৭ মে রাতেই তিনি মুম্বই পৌঁছেছেন। ১৯ তারিখ ভোটের দিন তিনি কলকাতায় উপস্থিত থাকবেন না। তাই তাঁর লোকসভা নির্বাচনে ভোট দেওয়াও হবে না।

অন্যদিকে ভোট দিতে পারছেন না টলিউডের কুইন ঋতুপর্ণা সেনগুপ্তও। মেয়ে ঋষণা এবং ছেলে অঙ্কনের সঙ্গে তিনি এখন গরমের ছুটি কাটাচ্ছেন সিঙ্গাপুরে। ফিরবেন এই মাসের ২৭ কিংবা ২৮ তারিখ।

ABOUT THE AUTHOR

...view details