পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অরিন্দমের ছবিতে মুখ্যচরিত্রে ঋতুপর্ণা - মায়াকুমারী

বাংলা ছবির জগৎ, ওঠা-পড়া, বদলে যাওয়া চিত্র ফুটে উঠবে তাঁর গল্পে । তাঁর গল্পে ফিরে আসবেন উত্তমকুমার, প্রসেনজিৎ চ্যাটার্জি সহ বাংলা ছবির বিখ্যাত অভিনেতারা সবাই ।

ছবি

By

Published : Nov 1, 2019, 3:27 PM IST

কলকাতা : বাংলা ছবির 100 বছরকে বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক অরিন্দম শীল । ছবির নাম 'মায়াকুমারী'। এই প্রথমবার তাঁর পরিচালনায় ছবিতে কাজ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রযোজনা করছেন ক্যামেলিয়া প্রোডাকশনস ।

বাংলা ছবির জগৎ, ওঠা-পড়া, বদলে যাওয়া চিত্র ফুটে উঠবে তাঁর গল্পে । তাঁর গল্পে ফিরে আসবেন উত্তমকুমার, প্রসেনজিৎ চ্যাটার্জি সহ বাংলা ছবির বিখ্যাত অভিনেতারা সবাই ।

সূত্রের খবর, দেবলীনা বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অনুপ্রাণিত করেছে অরিন্দমকে । আর সেখান থেকেই এই ছবি তৈরির আইডিয়া পান পরিচালক । তারপরই তৈরি করেন 'মায়াকুমারী'-র গল্প । এই কাজে তাঁকে সাহায্য করেছেন শুভেন্দু দাশমুন্সী । ছবির চিত্রনাট্য এবং সংলাপ শুভেন্দুর ।

'মায়াকুমারী'তে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন রজতাভ দত্ত এবং আবীর চট্টোপাধ্যায় । এছাড়াও থাকছেন অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, অরুণিমা ঘোষ, সৌরভ দাসের মত অভিনেতা-অভিনেত্রীরা । ছবিতে প্রধান বিষয় হল তার গান ।

অরিন্দমের অন্য ছবির মতোই এই ছবিতেও সংগীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ । ছবিতে পোশাকের দায়িত্বে রয়েছেন অভিষেক রায় ও সোমনাথ কুণ্ডুর কাঁধে রয়েছে মেকআপের দায়িত্ব।

ABOUT THE AUTHOR

...view details