কলকাতা : মহিলাদের পৌরোহিত্য করার বিষয়টি নতুন নয় । বিভিন্ন জায়গাতেই এই বিষয় দেখতে পাওয়া যায় । আর এবার এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে । অরিত্র মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে পৌরহিত্যকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি । ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি পোস্টও করেন ।
লেখেন, "আমার পরবর্তী ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-তে পুরোহিতের চরিত্রে অভিনয় করছি । আমি আসছি মহিলা পুরোহিত রূপে ।" এরপর দুটি ছবি পোস্ট করেন তিনি । তার মধ্যে একটিতে তাঁকে পুজো করতে ও অন্যটিকে বিয়ের পৌরহিত্য করতে দেখা গেছে ।