পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'উইন্ডোজ়'এর পরবর্তী ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' - Ritabhari

একটি নারীকেন্দ্রিক ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । পোস্টারে ঋতাভরীকে সাজানো হয়েছে মা দুর্গার মতো । তাঁর একদিকের হাতে রয়েছে পুজোর সামগ্রী । আর অন্য হাতে রয়েছে ঋতুস্রাবের সামগ্রী । ঋতুস্রাবকে নিয়ে অনেকরকম কুসংস্কার আছে আমাদের দেশে । এই ছবি তারই বিরুদ্ধে কথা বলবে ।

ছবি

By

Published : Sep 29, 2019, 7:10 PM IST

কলকাতা : নতুন বিষয়বস্তুই হল 'উইন্ডোজ়' প্রযোজনা সংস্থার বরাবরের চমক । তা সে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জির পরিচালনা হোক বা প্রযোজনা । জানা গেল তাদের নতুন ছবির কথা । ২০২০ সালের নারী দিবসে মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় । যিনি নন্দিতা-শিবপ্রসাদকে সহ-পরিচালনা করেছিলেন তাঁদের বেশ কয়েকটি ছবিতে ।

'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মুখ্য চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী । তাঁর বিপরীতে সোহম মজুমদার । 'উইন্ডোজ়' প্রযোজনা সংস্থার সঙ্গে এটা ঋতাভরীর প্রথম বড় কাজ । অন্যদিকে, শাহিদ কাপুর তথা 'কবির সিং'-এর বন্ধুর চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন সোহম । এবার উইন্ডোজ়ের সঙ্গে কাজ করছেন তিনি ।

একটি নারীকেন্দ্রিক ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । পোস্টারে ঋতাভরীকে সাজানো হয়েছে মা দুর্গার মতো । তাঁর একদিকের হাতে রয়েছে পুজোর সামগ্রী । আর অন্য হাতে রয়েছে ঋতুস্রাবের সামগ্রী । ঋতুস্রাবকে নিয়ে অনেকরকম কুসংস্কার আছে আমাদের দেশে । এই ছবি তারই বিরুদ্ধে কথা বলবে ।

ছবির শুটিং এখনও শুরু হয়নি । এর আগে উইন্ডোজ়ের 'মুখার্জিদার বউ' ছবিতে গল্প এবং সংলাপ লিখেছিলেন সম্রাজ্ঞী । এই ছবিতেও সংলাপ লিখছেন তিনি । ছবির অন্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details