কলকাতা, 8 সেপ্টেম্বর:অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কি ডেটিং করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ? তাঁদের একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসার পর এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেট নাগরিকদের মনে ৷ ছবিটি আবার পোস্ট করেছেন স্বয়ং অভিনেত্রী ৷ যেখানে তিনি জড়িয়ে ধরে রয়েছেন অভিনেতাকে ৷ এতেই ঋতাভরীকে নেটিজেনদের প্রশ্ন, "আপনিই কি তাহলে পরম-সুন্দরী ?"
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি পোস্ট করেন ঋতাভরী চক্রবর্তী ৷ সেই ছবিতে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের বুকে মাথা রেখে তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন অভিনেত্রী ৷ এই ছবি পোস্ট করে ক্যাপশনে পরমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি ৷ ঋতাভরী লিখেছেন, "রোদ উঠুক বা বৃষ্টি হোক, পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছেন যে, যা-ই হোক তাঁদের উপর ভরসা করা যায় ৷ তুমি সবসময় আমার কাছে সে রকমই একটি শক্তির স্তম্ভ ৷" পরমব্রতকে ট্যাগ করে ঋতাভরী লেখেন, এটাই তাঁর পিডিএ পোস্ট ৷
আরও পড়ুন:Sabyasachi and Sandip Birthday: আজ দু'জনেরই জন্মদিন, বেণুদার সঙ্গে কেক কাটার গল্প শোনালেন বাবুদা