কলকাতা : মেয়ের জন্য সৎ পাত্রের খোঁজে মরিয়া হয়ে ওঠেন অনেক মা । এখন ঘটকের পরিবর্তে ম্যাট্রিমোনিয়াল সাইটগুলি হয়ে উঠেছে অভিভাবকদের ভরসার জায়গা । এছাড়াও খবরের কাগজ থেকেও অনেক বিয়ের সম্বন্ধ করা হয়ে থাকে । কিন্তু, মেয়ে ঋতাভরী চক্রবর্তীর বিয়ে নিয়ে কোনও মাথাব্যথাই নেই শতরূপা সান্যালের । উলটে তাঁর মেয়েকে যাতে কেউ বিয়ে না করে তার জন্য সবাইকে পরামর্শ দিলেন তিনি ।
জয়দীপ মুখার্জির আপকামিং ছবি 'এফআইআর'-এর শুটিংয়ের জন্য বোলপুরে রয়েছেন ঋতাভরী ও শতরূপা । আর সেখানেই মায়ের জন্মদিনে পালন করেন অভিনেত্রী । ছবির কলাকুশলীদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন শতরূপাদেবী । ঠিক সেই সময় মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক মজাদার ভিডিয়ো করেন ঋতাভরী । আর একটি ভিডিয়োতে নিজের বিয়ে নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে ।