পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Rishi Kapoor Last Film : কবে পর্দায় আসছে ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকীন'? - rishi kapoors last film sharmaji namkeen to have ott release on this date

31 মার্চ মুক্তি পেতে চলেছে প্রয়াত তারকা ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকীন' (Rishi Kapoor Final Film Release Date)৷ ছবির পরিচালনায় রয়েছেন হিতেশ ভাটিয়া ৷

rishi kapoor last film release date
31 মার্চ মুক্তি পেতে চলেছে প্রয়াত তারকা ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকীন'

By

Published : Mar 9, 2022, 5:17 PM IST

মুম্বই, 9 মার্চ : প্রয়াত বলিতারকা ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকীন'-এর স্ট্রিমিং শুরু হতে চলেছে আগামী 31 মার্চ (Sharmaji Namkeen Release Date)৷ 'অ্যামাজন অরিজিনালস' হিসাবে মুক্তি পেতে চলা এই নতুন ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক হিতেশ ভাটিয়া ৷ বুধবার এমনটাই জানিয়েছে প্রাইম ভিডিয়ো এবং এক্সেল এন্টারটেইনমেন্ট ৷

দুবছর ধরে টানা লিউকোমিয়ার সঙ্গে লড়াইয়ের পর 2020 সালের এপ্রিল মাসে 67 বছর বয়সে পরলোক গমন করেন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর ৷ 'শর্মাজি নমকীন' ছিল তাঁর শেষ কাজ ৷ ছবিটির প্রযোজনা করেছে ফরহান আখতার এবং রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট ৷ ছবিতে উঠে আসবে চাকরি থেকে সদ্য় অবসরপ্রাপ্ত এক ব্য়ক্তির জীবন যিনি কিছু মহিলার সঙ্গে একটি কিটি সার্কেলে যোগ দেওয়ার পর আবিস্কার করেন রান্নার প্রতি নিজের আবেগ ৷ ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁর চরিত্রের বাকি অংশটুকুতে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেতা পরেশ রাওয়ালকে ৷ অর্থাৎ ছবিতে একই চরিত্রে অভিনয় করেছেন দুই অভিনেতা ৷

আরও পড়ুন : নতুন করে শুরু হল রণবীর-শ্রদ্ধার ছবির কাজ

ঋষি কাপুরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন জুহি চাওলাও যিনি নব্বইয়ের দশকে এই অভিনেতার সঙ্গে একাধিক স্মরণীয় কাজ উপহার দিয়েছেন ৷ প্রাইম ভিডিয়োর তরফে কন্টেন্ট লাইসেন্সিং বিভাগের প্রধান মনীশ মেনহানি বলেন, "এটি সত্যিই একটি বিশেষ ছবি এবং প্রয়াত ঋষি কাপুরের অভিনয় দক্ষতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন ৷ একইসঙ্গে ছবিটি পরেশ রাওয়ালের অপরিমেয় প্রতিভার প্রমাণ ৷ দুই অভিনেতাই তাঁদের কিংবদন্তি অভিনয়ের মাধ্যমে এই প্রজন্মের দর্শকদের বিনোদন দিয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details