পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Rimi Sen Duped : প্রতারকের ফাঁদে 'ধুম' ছবির বাঙালি নায়িকা ! 4.14 কোটি টাকা আত্মসাতের অভিযোগ - রিমি সেন প্রতারিত

বেশি রিটার্নের লোভ দেখিয়ে অভিনেত্রী রিমি সেনের (Rimi Sen duped) ₹4.14 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল গোরেগাঁওয়ের এক প্রতারকের বিরুদ্ধে ৷

Rimi Sen duped of more than Rs 4 crore, police register FIR
বেশি রিটার্নের লোভ দেখিয়ে রিমি সেনের ₹4.14 কোটি আত্মসাৎ প্রতারকের !

By

Published : Mar 31, 2022, 10:29 AM IST

মুম্বই, 31 মার্চ:গোরেগাঁওয়ের এক ব্যবসায়ী তাঁর 4.14 কোটি টাকা প্রতারণা করেছেন ! এই মর্মে পুলিশে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী শুভমিত্রা সেন ওরফে রিমি সেন (Rimi Sen duped) ৷ তাঁর অভিযোগ, বিনিয়োগ করা অর্থের 28%-30% রিটার্ন মিলবে বলে তাঁকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ব্যবসায়ী ৷ তাঁর কথায় ভরসা করে 4.14 কোটি টাকা বিনিয়োগ করেন রিমি ৷ তবে সুদের টাকা তো দূর, আসল টাকাটাও তিনি ফিরে পাননি বলে অভিযোগ ৷

গোলমাল, বাগবান, হাঙ্গামা, ধুম ছবির অভিনেত্রী রিমি সেনের সঙ্গে 2019 সালে আন্ধেরির একটি জিমে প্রথম দেখা হয় অভিযুক্ত রোনক যতীন ব্যাসের (Rimi Sen film)৷ তাঁকে ওই ব্যবসায়ী জানান, নিজের পরিবারের কোম্পানি ফোমিঙ্গো বেভারেজেসে বিনিয়োগ করে ভালো রিটার্ন পেয়েছেন (forgery case) ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "তাঁদের একটু বন্ধুত্ব হওয়ার পরই ওই ব্যবসায়ী রিমিকে বলেন যে, তাঁরা একটা নয়া ব্যবসা শুরু করতে পারেন ৷ রিমি টাকা বিনিয়োগ করলে 28%-30% রিটার্ন পাবেন বলেও প্রলোভন দেন ওই ব্যবসায়ী ৷"

নিজের বিজনেস পার্টনারের সঙ্গে এই অফার নিয়ে আলোচনা করার পর ব্যাসের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন অভিনেত্রী ৷ সেই সময় তিনি অভিযুক্তকে 3.50 কোটি টাকা চেকের মাধ্যমে অভিযুক্তের হাতে তুলে দেন ৷ 2019 সালের ফেব্রুয়ারি মাস থেকে জুলাই মাসের মধ্যে ব্যাসের কোম্পানিকে এক কোটি টাকা দেন রিমি ৷ এর পরের বিনিয়োগগুলিতে রিমিকে 40 শতাংশ সুদ দেওয়া হবে বলে আশ্বাস দেন ব্যবসায়ী ৷ এরপর 2019 সালের অক্টোবরে ও 2020 সালের ডিসেম্বর মাসে রিমি দেন আরও 3.14 কোটি টাকা ৷

আরও পড়ুন:Jacqueline summoned by ED : আর্থিক প্রতারণা কাণ্ডে ফের জ্যাকলিনকে তলব ইডি'র

যে সময়ে টাকা ফেরত পাওয়া যাবে বলে কথা হয়েছিল, সেই সময় এলে তা নিয়ে জিজ্ঞেস করতেই নানা অজুহাত দেখাতে শুরু করেন ওই ব্যবসায়ী ৷ 2020 সালের মার্চ মাসে তিনি নিজের অ্যাকাউন্ট থেকে মাত্র 3 লাখ টাকা অভিনেত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, তবে বাকি টাকা আর দেননি ৷ ব্যাস তাঁকে 3.50 কোটি টাকার যে চেক সিকিউরিটি হিসেবে দিয়েছিলেন, তা জমা করাতে গেলে রিমি দেখেন অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গিয়েছে ৷ তখন আর দেরি না করে পুলিশে অভিযোগ জানান অভিনেত্রী ৷ খার থানায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ ব্যাসকে এখনও পাওয়া যায়নি ৷ তাঁর মোবাইল নম্বরও আউট অফ সার্ভিস দেখাচ্ছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details