পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Rhea Chakraborty returns to work : সুশান্তের মৃত্যুর দু‘বছর পর কাজে ফিরলেন রিয়া চক্রবর্তী - সুশান্তের মৃত্যুর পর দুবছর বাদে ফের কাজে ফিরলেন রিয়া চক্রবর্তী

ফের একবার কাজে ফিরলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty back to work after SSR death ) ৷ সুশান্তের রহস্য়ময় আত্মহত্য়ার পর বহু ঝড়ের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী ৷ এবার নতুন করে কাজ শুরু করে তিনি লিখলেন, যাই হোক না কেন, সূর্য সবসময় ওঠে ।

Rhea Chakraborty returns to work after 2 years: 'No matter what, the sun always shines'
দুবছর পর ফের কাজে ফিরলেন রিয়া চক্রবর্তী

By

Published : Feb 12, 2022, 5:03 PM IST

মুম্বই, 12 ফেব্রুয়ারি :দু‘বছর বাদে ফের কাজে ফিরলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty returns to work after 2 years) ৷ তাঁর প্রেমিক সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর শেষ দু‘বছরে রীতিমত ঝড় বয়ে গিয়েছিল 29 বছর বয়সি এই অভিনেত্রীর ওপর দিয়ে ৷ সমস্তদিক থেকে একসঙ্গে আঘাত নেমে এসেছিল তাঁর ওপর ৷ কার্যত কয়েক মাস ধরে টানা উইচ হান্ট-এর শিকার হয়েছিলেন তিনি ৷ এমনকি 28 দিন কাটাতে হয়েছিল জেলেও ৷

অবশেষে ফের একবার কাজে ফিরতে দেখা গেল রিয়াকে ৷ সুশান্তের রহস্য়ময় আত্মহত্য়ার পর থেকে কেবলমাত্র একবার বড়পর্দায় দেখা গিয়েছে রিয়াকে ৷ 2021 সালে বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে একটি থ্রিলার ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷ যদিও সেই ছবির শ্য়ুটিং শেষ হয়েছিল আগেই ৷ এবার নিজের ইনস্টাগ্রাম থেকে একটি রিল ভিডিয়ো করে রিয়া লিখলেন, "গতকাল, আমি দু'বছর পর কাজে গিয়েছিলাম । আমার সবচেয়ে কঠিন সময়ে যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ। যাই হোক না কেন, সূর্য সবসময় ওঠে । কখনও হাল ছাড়বেন না।"

আরও পড়ুন: হিজাব বিতর্কে মুখ খুলে ট্রোলের শিকার অনিল-কন্যা সোনম, মিলল সমর্থনও

রিল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রিয়া একটি রেডিয়ো স্টেশনে স্ক্রিপ্ট পড়ছেন ৷ সুশান্তের আত্মীয়রা রিয়ার নামে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনার পর, রিয়ার কিছু হোয়াটসঅ্যাপের চ্যাটের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ড্রাগচক্রে যুক্ত থাকারও অভিযোগ ওঠে ৷ মুম্বই পুলিশ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সকলেই নানাদিক থেকে এই কেসের তদন্ত করেছে ৷ আপাতত জামিনে জেলের বাইরে রয়েছেন রিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details