মুম্বই, 12 ফেব্রুয়ারি :দু‘বছর বাদে ফের কাজে ফিরলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty returns to work after 2 years) ৷ তাঁর প্রেমিক সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর শেষ দু‘বছরে রীতিমত ঝড় বয়ে গিয়েছিল 29 বছর বয়সি এই অভিনেত্রীর ওপর দিয়ে ৷ সমস্তদিক থেকে একসঙ্গে আঘাত নেমে এসেছিল তাঁর ওপর ৷ কার্যত কয়েক মাস ধরে টানা উইচ হান্ট-এর শিকার হয়েছিলেন তিনি ৷ এমনকি 28 দিন কাটাতে হয়েছিল জেলেও ৷
অবশেষে ফের একবার কাজে ফিরতে দেখা গেল রিয়াকে ৷ সুশান্তের রহস্য়ময় আত্মহত্য়ার পর থেকে কেবলমাত্র একবার বড়পর্দায় দেখা গিয়েছে রিয়াকে ৷ 2021 সালে বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে একটি থ্রিলার ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷ যদিও সেই ছবির শ্য়ুটিং শেষ হয়েছিল আগেই ৷ এবার নিজের ইনস্টাগ্রাম থেকে একটি রিল ভিডিয়ো করে রিয়া লিখলেন, "গতকাল, আমি দু'বছর পর কাজে গিয়েছিলাম । আমার সবচেয়ে কঠিন সময়ে যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ। যাই হোক না কেন, সূর্য সবসময় ওঠে । কখনও হাল ছাড়বেন না।"