কলকাতা : উৎসব আসে তার নিজের নিয়মে । যেমন এসেছে ইদ । তবে অন্য বছরগুলির মতো এবছর এর আড়ম্বর নেই বললেই চলে । তাও সোশাল মিডিয়ায় সবাইকে পবিত্র ইদের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা । আর সেই তালিকায় রয়েছেন অর্পিতা চ্যাটার্জিও ।
"খারাপ দিন ক্ষণস্থায়ী", ইদের শুভচ্ছা জানিয়ে বললেন অর্পিতা
সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন অর্পিতা । ক্যাপশনে লেখেন, "মনে রাখবেন খারাপ দিন খুব ক্ষণস্থায়ী । এটাও একদিন চলে যাবে । এবছর ইদ তোমাদের জীবনে শান্তি নিয়ে আসুক ।" পাশাপাশি গানের একটি লাইনও তুলে ধরেন তিনি ।
2020 সালটা খুব একটা ভালোভাবে কাটাচ্ছেন না কেউই । তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সমস্যায় পড়েছেন সবাই । বছরের শুরুতেই দেশে থাবা বসায় কোরোনা । যার জেরে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ । কোরোনা সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ থেকে দেশজুড়ে জারি লকডাউন । যা চলছে এখনও । এই পরিস্থিতির মধ্যেই আবার ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে যায় বাংলা ও ওড়িশার বেশ কিছু এলাকা । তবু এই চরম বিপর্যয়ের মধ্যেও উৎসব আসে তার নিজের নিয়মে । যেমন এসেছে ইদ । এবছর ঘরোয়া আমেজেই পালিত হচ্ছে ইদ । সোশাল মিডিয়ায় সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন অর্পিতা ।
সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করেন তিনি । সেখানে লাল কুর্তি পরে হাসি হাসি মুখে বসে রয়েছেন । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "মনে রাখবেন খারাপ দিন ক্ষণস্থায়ী । এটাও একদিন চলে যাবে । এবছর ইদ তোমাদের জীবনে শান্তি নিয়ে আসুক ।" পাশাপাশি গানের একটি লাইনও তুলে ধরেন তিনি ।