পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Badhaai Do: পিছলো রাজকুমার-ভূমির বধাই দো-র মুক্তি, কবে ?

'বধাই হো'র (Badhaai Ho) সিক্যুয়েল 'বধাই দো'র (Badhaai Do) মুক্তি পিছিয়ে গেল ৷ আজ এ কথা ঘোষণা করেছেন চিত্রনির্মাতারা ৷

Release of Rajkummar Rao and Bhumi Pednekar's 'Badhaai Do' shifted to Feb 4 next year
পিছলো রাজকুমার-ভূমির বধাই দো-র মুক্তি, কবে ?

By

Published : Nov 16, 2021, 9:16 PM IST

মুম্বই, 16 নভেম্বর :পিছিয়ে গেল 'বধাই দো'র (Badhaai Do) মুক্তি ৷ নির্ধারিত সময়ের থেকে আরও সপ্তাহখানেক পর, সামনের বছর 4 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রাজকুমার রাও (Rajkummar Rao) ও ভূমি পেদনেকরের (Bhumi Pednekar) এই ফিল্ম ৷

আপকামিং এই ছবি 2018 সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফিল্ম 'বধাই হো'র (Badhaai Ho) সিক্যুয়েল ৷ 'বধাই হো'তে ছিলেন সুরেখা সিক্রি, গজরাজ রাও, নীনা গুপ্তা (Neena Gupta), আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ও সানেয়া মালহোত্রা ৷ অমিত রবীন্দ্রনাথ শর্মা মাঝবয়সি এক দম্পতির গল্প শুনিয়েছেন ৷ মধ্যবয়সি মহিলার চরিত্রে নীনা গুপ্তা অপ্রত্যাশিত ভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ৷ তাই নিয়েই এগিয়েছে গল্প ৷ একটি বয়সে আসার পর নতুন অতিথির আগমনকে কী চোখে দেখে সমাজ, তা-ই দেখানো হয়েছে এই ছবিতে ৷

আরও পড়ুন:Shiboprosad Mukherjee: সৌমিত্র-স্বাতীলেখার বেলাশুরু-সহ চারটি ছবির মুক্তির দিন ঘোষণা শিবপ্রসাদের

এই ছবির সিক্যুয়েল 'বধাই দো'তে পুলিশকর্মীর চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে ৷ অপরদিকে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেদনেকর ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন সুমন অধিকারী ও অক্ষত ঘিদিয়াল ৷ পরিচালক 'হান্টার' খ্যাত হর্ষবর্ধন কুলকার্নি ৷

আরও পড়ুন:Pooja Dadlani: দ্বিতীয় সমনও এড়ালেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল 2022 সালের প্রজাতন্ত্র দিবসের সপ্তাহ শেষে ৷ তবে সেই তারিখ পিছনোর কথা ঘোষণা করেছে প্রযোজক সংস্থা জংলি পিকচারস ৷ তারা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছে, "মুক্তির দিন বদলের জন্য বধাই দোর মুক্তি পিছিয়ে 2022 সালের 4 ফেব্রুয়ারি করা হয়েছে ৷ এ বার ভালোবাসার মাসে মুক্তি পেতে চলেছে বধাই দো ৷ এই মাস শুরুর জন্য আর কী বা ভাল হতে পারে !"

আরও পড়ুন:Rachna Banerjee: বাবাকে হারিয়ে শোকাহত রচনা বন্দ্যোপাধ্যায়

ABOUT THE AUTHOR

...view details