পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুক্তি পেল নতুন বাংলা ছবি 'বরফ' - borof

মুক্তি পেল পরিচালক সুদীপ চক্রবর্তী পরিচালিত ছবি 'বরফ'। ছবির গল্প এক পর্বতারোহীর জীবনকে কেন্দ্র করে। যে এভারেস্টে গিয়ে আর ফেরত আসে না। আর এদিকে তার বাড়িতে তার বৃদ্ধ মা ও তার স্ত্রী তার ফেরার অপেক্ষায় দিন গুনতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায় না। কিন্তু, তার মা মনেপ্রাণে বিশ্বাস করে, যে তার ছেলে একদিন ফিরবে,তার স্ত্রীকেও এই বলে আশ্বস্ত করে। এই থেকেই তার স্ত্রী ও মায়ের মধ্যে এক অত্যন্ত সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠে। তবে শেষ অবধি কি তার ছেলে আনন্দ তার কাছে ফেরত আসবে সেটাই এই ছবির চমক। এই ছবির প্রিমিয়ার উপলক্ষে উপস্থিত ছিলেন সাতাফ ফিগার, ইন্দ্রানী হালদার, স্বাতীলেখা সেনগুপ্ত ও সৈকত মিত্র সহ ছবির বাকি কলাকুশলীরা।

borof

By

Published : Feb 24, 2019, 10:27 PM IST

অভিনেতা শাতাফ ফিগার এই ছবি প্রসঙ্গে জানান 'বরফ'-র শুটিং হয়েছে ছাঙ্গু লেক, সিমলা ও চীন সীমান্তের নানান লোকেশনে। আর ছবির পরিচালক যেভাবে গল্পটাকে সাজিয়েছেন সেটা এক কথায় অনবদ্য। কারণ শাশুড়ি ও ছেলের বউয়ের এক অসামান্য আন্তরিকতা ও ভালোবাসার টানকে তুলে ধরা হয়েছে।

এই ধরনের গল্প নিয়ে ছবি এখন আর খুব একটা দেখা যায় না বলেই মনে করেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। শাশুড়ি ও বউয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা এই ছবিতে সুন্দর ভাবে দেখানো হয়েছে।

অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত এইধরনের ছবিতে অভিনয় করে বেশ আপ্লুত। পরিচালককে ধন্যবাদ জানাতেও ভুললেন না।

ABOUT THE AUTHOR

...view details