পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইরফানের মৃত্যু একটা বিশাল ক্ষতি, বলছে টলিউড - irrfan khan

প্রয়াত ইরফান খান । সৃজিত মুখার্জি থেকে শুরু করে পার্নো মিত্র, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ সবাই তাঁর মৃত্যুর খবরে শোকাহত ।

dfg
dfg

By

Published : Apr 29, 2020, 3:28 PM IST

Updated : Apr 29, 2020, 7:57 PM IST

কলকাতা : ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে । টলি পাড়াতেও অভিনেতা থেকে পরিচালক তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই । তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই । সৃজিত মুখার্জি থেকে শুরু করে পার্নো মিত্র, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ সবাই তাঁর মৃত্যুর খবরে শোকাহত ।

সৃজিত মুখার্জি : "যেমন আমার মারা যাওয়ার আগে নাসিরুদ্দিন শাহ, আশা ভোশলে এবং অল্প হলেও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা হয়ে গিয়েছে । তেমনই হল না ঋতুদাকে অ্যাসিস্ট করা বা ইরফানের সঙ্গে কাজ করা ।"

অনির্বাণ ভট্টাচার্য : "কোনও মানে হয় না । কোনও মানে হয় না । আমায় কোনও মানে বোঝালেও আমি শুনব না । আমার কাছে এর কোনও মানে হয় না ।"

পরমব্রত চ্যাটার্জি : "আমি এটা নিতে পারছি না । আমি এই খবর মেনে নেব না । আমরা ওঁর অসুস্থতা সম্পর্কে জানতাম । কিন্তু, এই পরিণতি কোনও দিন ভাবিনি । এত তাড়াতাড়ি নয় । এই আঘাত কমতে সময় লাগবে । ওঁর আত্মার শান্তি কামনা করি ।"

মিমি চক্রবর্তী : "আমি যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না । ওঁর জায়গা কেউ নিতে পারবে না । অপূরণীয় ক্ষতি হয়ে গেল ।"

নুসরত জাহান : "ইরফানের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গেলাম ।"

শ্রাবন্তী : "চলচ্চিত্র জগতের ইতিহাসের একটা বড় ক্ষতি ।"

শুভশ্রী গাঙ্গুলি : "আমি এই খবর বিশ্বাস করতে চাই না ।"

জিৎ : শোকপ্রকাশ করেছেন জিৎ ।

পার্নো মিত্র : ইরফানের আত্মার শান্তি কামনা করেছেন পার্নো ।

Last Updated : Apr 29, 2020, 7:57 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details