মুম্বই : সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রাণু মণ্ডলের মেকওভারের একটি ছবি । ছবির জন্য যথেষ্ট ট্রোলডও হন তিনি । এমনকি ওই ছবি নিয়ে তৈরি করা হয় মিম । আর এবার রাণুর মেকআপ প্রসঙ্গে মুখ খুলল পার্লার কর্তৃপক্ষ । জানানো হয়েছে সোশাল মিডিয়ায় রাণুর যে ছবি ভাইরাল হয়েছে সেটি ভুয়ো ।
গান গাইতে সেই কবেই মুম্বই পাড়ি দিয়েছেন রানাঘাটের রাণু । ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার সঙ্গে বেশ কয়েকটি গান গেয়েছেন । একটি টিভি শোতে যোগ দিতে দক্ষিণ ভারতেও গেছেন । গোটা ভারতেই এখন যথেষ্ট পরিচিত মুখ তিনি । এই কটাদিনে নিজেকে অনেকটাই পালটে ফেলেছেন । বদল এসেছে তাঁর পোশাক থেকে শুরু করে কথা সব কিছুতেই । শুধু রিয়েলিটি শো নয়, পাবলিক ইভেন্টেও এখন যোগ দিচ্ছেন তিনি । সম্প্রতি একটি ফ্যাশন শো-তে যোগ দেন । ল্যাহেঙ্গা পরে ব়্যাম্প মাতান তিনি ।