কলকাতা, 17 নভেম্বর: রানা সরকারের প্রযোজনায় তৈরি হচ্ছে বাংলা ছবি 'বনবিবি' (Bonbibi)। পরিচালক রাজদীপ ঘোষ । এই ছবিতেই একজন সৎ, দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয়কে(Ranojoy)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের লুক প্রকাশ্যে এনেছেন রণজয় । রানা সরকারের প্রযোজনায় রাজদীপ ঘোষের পরিচালনায় আসছে বাংলা ছবি 'বনবিবি'।
বনবিবিকে দেবী জ্ঞানে পুজো করে সুন্দরবনের মানুষ । সুন্দরবনের মানুষদের মধ্যে প্রচলিত ধারণা, এই দেবীই তাদেরকে বাঘ এবং কুমিরের হাত থেকে রক্ষা করেন । অস্ত্র হাতে তিনিই হয়ে ওঠেন রক্ষাকর্ত্রী । এমনই এক চরিত্র এই গল্পের নায়িকা রেশমের । সেও সুন্দরবনের মানুষদের কল্যাণের কথা ভাবে । দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় । তার পাশে আছে হিমন নামে একটি ছেলে । এরপর একদিন রেশমের অস্ত্র হয়ে ওঠে পুলিশ অফিসার প্রতীম । সে একজন দায়িত্বশীল, সৎ, কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার । এই প্রতীমের চরিত্রে রয়েছেন অভিনেতা রণজয় । এক সাধারণ মানবী কীভাবে সুন্দরবনের মানুষদের কল্যাণে ঝাঁপিয়ে পড়ে, তাদের রক্ষা করে, তা দেখানো হবে এই ছবিতে । একদিন এই রেশমই হয়ে ওঠে সুন্দরবনের মানুষদের কাছে বনবিবির এক রূপ ।
আরও পড়ুন:Tonic: জন্মদিনের আগেই রিটার্ন গিফট, ভাল থাকার টনিক আনছেন দেব
রণজয় এ দিন ইটিভি ভারতকে জানান, "ছবিতে আমি এন্ট্রি নেব হাফ টাইমের পর । একজন পুলিশ অফিসারের চরিত্রে । এমন একটা কনটেন্ট নিয়ে কোনও প্রযোজক সচরাচর কাজ করেন না । রানাদা সেই সাহস দেখালেন । হ্যাটস অফ রানা দাকে । খুব ভাল ডিরেকশন দিচ্ছেন রাজদীপ । তেমনই গল্পটা । এই চরিত্রের জন্য আমাকে গোঁফ রাখতে হয়েছে । যেটা আমার একেবারে পছন্দের নয় । তবু ফলস গোঁফ লাগানোর থেকে গোঁফ রেখে অভিনয় করা ভাল । তাতে কথা বলতে অসুবিধা হয় না । এই ছবির গানও বেশ ভাল । আমার মনে হয় এই ছবির গানের রেশ মানুষের মনে অনেকদিন পর্যন্ত থাকবে ।"