পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Bonbibi: পার্নোর বনবিবিতে পুলিশ অফিসারের চরিত্রে রণজয়, হাজির লুক - রণজয়ের ছবি

পার্নো মিত্রর (Parno Mittra) বনবিবিতে (Bonbibi) পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রণজয়কে (Ranojoy) ৷ এ বার হাজির হল তাঁর লুক ৷

পার্নোর বনবিবিতে পুলিশ অফিসারের চরিত্রে রণজয়, হাজির লুক
Bonbibi: পার্নোর বনবিবিতে পুলিশ অফিসারের চরিত্রে রণজয়, হাজির লুক

By

Published : Nov 17, 2021, 5:58 PM IST

কলকাতা, 17 নভেম্বর: রানা সরকারের প্রযোজনায় তৈরি হচ্ছে বাংলা ছবি 'বনবিবি' (Bonbibi)। পরিচালক রাজদীপ ঘোষ । এই ছবিতেই একজন সৎ, দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয়কে(Ranojoy)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের লুক প্রকাশ্যে এনেছেন রণজয় । রানা সরকারের প্রযোজনায় রাজদীপ ঘোষের পরিচালনায় আসছে বাংলা ছবি 'বনবিবি'।

বনবিবিকে দেবী জ্ঞানে পুজো করে সুন্দরবনের মানুষ । সুন্দরবনের মানুষদের মধ্যে প্রচলিত ধারণা, এই দেবীই তাদেরকে বাঘ এবং কুমিরের হাত থেকে রক্ষা করেন । অস্ত্র হাতে তিনিই হয়ে ওঠেন রক্ষাকর্ত্রী । এমনই এক চরিত্র এই গল্পের নায়িকা রেশমের । সেও সুন্দরবনের মানুষদের কল্যাণের কথা ভাবে । দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় । তার পাশে আছে হিমন নামে একটি ছেলে । এরপর একদিন রেশমের অস্ত্র হয়ে ওঠে পুলিশ অফিসার প্রতীম । সে একজন দায়িত্বশীল, সৎ, কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার । এই প্রতীমের চরিত্রে রয়েছেন অভিনেতা রণজয় । এক সাধারণ মানবী কীভাবে সুন্দরবনের মানুষদের কল্যাণে ঝাঁপিয়ে পড়ে, তাদের রক্ষা করে, তা দেখানো হবে এই ছবিতে । একদিন এই রেশমই হয়ে ওঠে সুন্দরবনের মানুষদের কাছে বনবিবির এক রূপ ।

আরও পড়ুন:Tonic: জন্মদিনের আগেই রিটার্ন গিফট, ভাল থাকার টনিক আনছেন দেব

রণজয় এ দিন ইটিভি ভারতকে জানান, "ছবিতে আমি এন্ট্রি নেব হাফ টাইমের পর । একজন পুলিশ অফিসারের চরিত্রে । এমন একটা কনটেন্ট নিয়ে কোনও প্রযোজক সচরাচর কাজ করেন না । রানাদা সেই সাহস দেখালেন । হ্যাটস অফ রানা দাকে । খুব ভাল ডিরেকশন দিচ্ছেন রাজদীপ । তেমনই গল্পটা । এই চরিত্রের জন্য আমাকে গোঁফ রাখতে হয়েছে । যেটা আমার একেবারে পছন্দের নয় । তবু ফলস গোঁফ লাগানোর থেকে গোঁফ রেখে অভিনয় করা ভাল । তাতে কথা বলতে অসুবিধা হয় না । এই ছবির গানও বেশ ভাল । আমার মনে হয় এই ছবির গানের রেশ মানুষের মনে অনেকদিন পর্যন্ত থাকবে ।"

Bonbibi: পার্নোর বনবিবিতে পুলিশ অফিসারের চরিত্রে রণজয়, হাজির লুক

আরও পড়ুন:Kangana Ranaut : বিতর্ক বাড়িয়ে এবার মহাত্মা গান্ধিকে নিশানা কঙ্গনার

ছবির জন্য সংলাপ লিখছেন অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্য । ছবির সুরকার সৌম্যদীপ শিকদার । গান গাইবেন সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ী এবং সুরকার স্বয়ং । এই ছবিতে কি রেশম অর্থাৎ পার্নোর (Parno Mittra) সঙ্গে কোনও রসায়ন আছে রণজয়ের ? উত্তরে অভিনেতা জানান, "না, আমার সঙ্গে পার্নোর কোনও প্রেম প্রণয়ের রসায়ন এখানে নেই । আমাকে ছবির ভিলেন দক্ষিণা রায়কে ধরতে সাহায্য করবে রেশম আর হিমন । ব্যস, এটুকুই । দক্ষিণা রায়ের চরিত্রে দিব্যেন্দু ভট্টাচার্য । অসাধারণ অভিনেতা । ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য ।"

পুলিশ অফিসারের চরিত্রে রণজয়

আরও পড়ুন:Shiboprosad Mukherjee: সৌমিত্র-স্বাতীলেখার বেলাশুরু-সহ চারটি ছবির মুক্তির দিন ঘোষণা শিবপ্রসাদের

উল্লেখ্য, এই ছবিতে একটি চরিত্রে রয়েছেন রণজয়ের বান্ধবী সোহিনী সরকার । তা হলে কি ওইদিকে কোনও রসায়ন অপেক্ষা করছে দর্শকদের জন্য ? জানা যায়নি স্পষ্ট কিছু । সময়ের উপর ভরসা করাই শ্রেয় । ইটিভি ভারতের সঙ্গে ছবিতে নিজের লুক শেয়ার করেছেন রণজয় ।

আরও পড়ুন:Soumitra Chatterjee: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা

ABOUT THE AUTHOR

...view details