কলকাতা, 10 জানুয়ারি : গঠিত হল 'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম'-এর (west bengal motion picture artist forum) নতুন কার্যকরী সমিতি । সভাপতি পদে নিযুক্ত হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick as president of artist forum)।
এ যাবত ফোরামের সভাপতি পদে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তিনি মারা যাওয়ার পর এতদিন এই পদ শূন্যই ছিল । অবশেষে গতকাল নতুন কার্যকরী সমিতি গঠনের (tollywood artist forum) পর এই পদে আসীন হলেন রঞ্জিত মল্লিক । রদবদল ঘটেছে অন্যান্য পদেও ।
কার্যকরী সভাপতি পদে এসেছেন জিৎ । সহ সভাপতি পদে সব্যসাচী চক্রবর্তী, ভরত কল, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য ও সুমন্ত মুখোপাধ্যায় । সম্পাদকের পদে শান্তিলাল মুখোপাধ্যায় । যুগ্ম সম্পাদক পদে দিগন্ত বাগচী এবং অঙ্কুশ হাজরা । সহকারী সম্পাদক পদে রাণা মিত্র এবং কুশল চক্রবর্তী । কোষাধ্যক্ষ তাপস চক্রবর্তী । সহ কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় । সদস্য পদে রয়েছেন পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, অন্দিন্দ্য চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, পায়েল দে এবং শঙ্কর চক্রবর্তী ।