মুম্বই, 18 মে: করোনাকে জয় করে বাড়ি ফিরলেন বলিউডের প্রবীণ অভিনেতা রণধীর কাপুর ৷ তিনি হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন ৷ মঙ্গলবার একটি সূত্রের তরফে এ কথা জানা গিয়েছে ৷
গত রবিবারই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন 74 বছরের অভিনেতা ৷ গত 28 এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তাঁকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল ৷ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, "রণধীর কাপুর ভালো আছেন ৷ রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷"
এপ্রিলের শেষে করোনাভাইরাসে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর ৷ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ৷ যদিও, চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছিলেন তাঁর চিকিৎসক সন্তোষ শেট্টি ৷
আরও পড়ুন:করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর, ভর্তি হাসপাতালে
সত্তরের দশকে বলিউডের পর্দায় তিনি ঝড় তুলেছিলেন 'কাল আজ অউর কাল' সিনেমার মাধ্যমে ৷ এরপর জিৎ, জাওয়ানি দিওয়ানি, লাফাঙ্গে একের পর এক হিট ছবি দিয়ে স্বমহিমায় জায়গা করে নিয়েছিলেন সিনেদুনিয়ায় ৷ তাঁর সুস্থতার খবরে খুশির হাওয়া বলিউডে ৷