হায়দরাবাদ,11 ফেব্রুয়ারি : শুক্রবার সামনে এল অভিনেতা রণবীর কাপুরের নতুন ছবি 'সামসেরা'-র টিজার ৷ এই ছবিতে বলিসুন্দরী বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর ৷ যশ রাজ ফ্লিমসের ব্যানারে করণ মালহোত্রার পরিচালনায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ ছবিতে রণবীরের 'নেমেসিস' হিসাবে অভিনয় করতে চলেছেন সঞ্জয় দত্ত ৷ এবছর অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ' ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সঞ্জয়, আর এবার রণবীর কাপুরের সঙ্গেও দেখা যাবে তাঁকে ৷
ছবির টিজারটি শুরু হয়েছে সঞ্জয় দত্তকে দিয়েই ৷ যেখানে তিনি সামসেরার চরিত্রের সম্পর্কে কিছুটা পরিচয় তুলে ধরেন ছোট্ট একটি লাইনে, 'এই কাহিনি তার, যে বলত গোলামি কখনও কারও ভাল করতে পারে না ৷' এরপরেই দেখা যায় বাণীকে, চরিত্র সম্পর্ক আরেকটু তথ্য দর্শকদের কাছে পৌঁছে দেন তিনি ৷ অভিনেত্রী জানান, এই কাহিনি একজনের, যে বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে স্বাধীনতার স্বপ্ন ৷ আর সবশেষে পর্দায় দেখা যায় রণবীরকে নিজের চরিত্র নিয়ে ৷ তিনি জানান, এটা তার গল্প যে ধর্মে ডাকাত কিন্তু কর্মে স্বাধীন ৷