কলকাতা, 10 সেপ্টেম্বর: সায়ন ঘোষ এবং স্নেহা চট্টোপাধ্যায়কে নিয়ে 'অসুখওয়ালা' বানিয়েছিলেন পরিচালক পলাশ দে । সেই ছবি প্রদর্শিত হয় কলকাতা চলচ্চিত্র উৎসব-সহ দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে ৷ ডেবিউ ডিরেক্টর হিসেবে সম্মানও পেয়েছেন পলাশ দে । এ বার তিনি বানালেন 'তরঙ্গ'। বড় পর্দায় এটি পলাশের দ্বিতীয় ছবি । মুখ্য চরিত্রগুলিতে রয়েছেন সোহিনী সরকার, বাদশা মৈত্র, রণজয়, অমিত সাহা ।
এই ছবিতে বাদশা মৈত্রর স্ত্রী'র চরিত্রে থাকবেন সোহিনী । আর সোহিনীর বাস্তব জীবনের প্রেমিক রণজয় থাকছেন সোহিনীর আর্ট কলেজের বন্ধুর ভূমিকায় । রণজয় পুরুলিয়ার মুখোশ ও শৌখিন হাতের কাজের ব্যবসা করেন । ঘটনাচক্রে সোহিনী কাজ করতে আসে রণজয়ের অফিসে ৷ এরপর কী হয়, তা জানতে হলে ক'দিনের অপেক্ষা ৷
আরও পড়ুন:Nitishastra: চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত
ছবির শ্যুটিং শেষ করেছেন পলাশ । তিনি জানিয়েছেন, তরঙ্গের বিষয় ভাবনা পুরুলিয়াকে ঘিরে । মুখোশ শিল্প এবং শিল্পীদের নিয়ে এই গল্প । তাই সেখানে বিভিন্ন চরিত্রও ঘটনাচক্রে পুরুলিয়াকেন্দ্রিক । প্রান্তিক শিল্প, শিল্পী এবং তাঁদের জীবনযাপন এই ছবির রসদ । শিল্প নিয়ে লোক ঠকানো এবং সব প্রতিকূলতা সত্তেও ঘুরে দাঁড়ানো, এই নিয়েই 'তরঙ্গ'। এডিট, ডাবিং শেষ । ছবির অন্যান্য কাজ চলছে ।
আরও পড়ুন:Sreelekha Mitra: ভেনিসের রেড কার্পেটে শাড়িতে মোহময়ী শ্রীলেখা