পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা আতঙ্কের মাঝে কুরিয়ারে অ্যাওয়ার্ড পেলেন পরিচালক ! - ramkamal mukherjee

'রিকশাওয়ালা' ছবির জন্য ক্যাফে ইরানি চায় ইন্টারন্যাশনাল ফেস্টিভালে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড জেতেন রামকমল মুখোপাধ্যায় । ফেস্টিভালের ডিরেক্টর কুরিয়ারের মাধ্যমে তাঁর বাড়িতে পৌঁছে দেন অ্যাওয়ার্ডটি ।

sdf
sdf

By

Published : Apr 1, 2020, 10:45 PM IST

কলকাতা : লকডাউন জারি হওয়ার ঠিক একদিন আগে একটি কুরিয়ার এসে পৌঁছয় পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের বাড়িতে । তা দেখে রীতিমত অবাক হয়ে যান 'কেকওয়াক'-এর পরিচালক । কেন ? খোঁজ নিল ETV ভারত ।

এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যাটা । আর এই সময় কুরিয়ার দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন পরিচালক ।

.

যদিও তাঁর সব আতঙ্ক কেটে যায় কুরিয়ারটি খোলার পর । আসলে রামকমলকে কুরিয়ারটি পাঠিয়েছিলেন ক্যাফে ইরানি চায় ইন্টারন্যাশনাল ফেস্টিভালের ডিরেক্টর মোহন দাস । কুরিয়ারের মধ্যে ছিল একটি অ্যাওয়ার্ডও ।

'রিকশাওয়ালা' ছবির জন্য ক্যাফে ইরানি চায় ইন্টারন্যাশনাল ফেস্টিভালে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড জেতেন রামকমল । কুরিয়ারের মধ্যে থাকা একটি চিঠিতে মোহন দাস লেখেন, "কোরোনা আতঙ্কের মধ্যে আমরা কোনও অনুষ্ঠান করলাম না । শুধু বিজেতাদের শংসাপত্র ও ট্রফি পাঠালাম । রামকমল উদীয়মান হিসেবে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছেন । মুম্বইতে বড় অনুষ্ঠান করে সকলের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার কথা ছিল । ইরানের দূতাবাস থেকে শীর্ষ আধিকারিকদের অংশ নেওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানে । কিছু ছবির স্ক্রিনিংও হওয়ার কথা ছিল ।"

কুরিয়ারে আসা সেই অ্যাওয়ার্ড

যাই হোক এই পরিস্থিতির মধ্যে এই ধরনের অ্যাওয়ার্ড পেয়ে খুবই আনন্দিত রামকমল । তিনি বলেন, "এভাবেও পুরস্কৃত করা যায় দেখে ভালো লাগছে । কোরোনার সময় এটাই কাম্য । সঠিক সিদ্ধান্ত ।"

ABOUT THE AUTHOR

...view details