পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমিরের ভিডিয়ো দেখিয়ে 'মেডিক্যাল মাফিয়া'দের নয়া চ্যালেঞ্জ রামদেবের - মেডিক্যাল মাফিয়া

বলিউডের অভিনেতা আমির খানের ভিডিয়ো দেখিয়ে 'মেডিক্যাল মাফিয়া'দের নয়া চ্যালেঞ্জ ছু়ড়ে দিলেন যোগগুরু রামদেব ৷

Ramdev shares old video of Aamir Khan's show Satyamev Jayate, throws new challenge to 'medical mafia'
আমিরের ভিডিয়ো দেখিয়ে 'মেডিক্যাল মাফিয়া'দের নয়া চ্যালেঞ্জ রামদেবের

By

Published : May 30, 2021, 4:47 PM IST

নয়াদিল্লি, 30 মে :যোগগুরু রামদেবের সঙ্গে অ্যালোপ্যাথিক ডাক্তারদের সংঘাত থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না ৷ আবারও ডাক্তারদের একহাত নিয়ে তাঁদের একাংশকে 'মেডিক্যাল মাফিয়া' বলে তোপ দেগেছেন তিনি ৷ আর এ বার তিনি হাতিয়ার করেছেন বলিউডের অভিনেতা আমির খানের একটি টিভি অনুষ্ঠানের ভিডিয়োকে ৷

আমিরের 'সত্যমেব জয়তে'র একটি ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন রামদেব ৷ ভিডিয়োটিতে আমির খানের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ডা. সমিত শর্মাকে ৷ তিনি জেনেরিক ওষুধ ও ব্র্যান্ডেড ওষুধের দামের হেরফেরের বিষয়টি ব্যাখ্যা করেছেন ৷ তিনি বলছেন, বাজারের দামের থেকে ওষুধের প্রকৃত দাম অনেক কম ৷ ডাক্তারবাবুকে বলতে শোনা গিয়েছে, "40 কোটিরও বেশি মানুষ দিনে দু বেলা পেটের ভাত জোগাতে পারেন না ৷ তাঁরা 50 শতাংশ বেশি দাম দিয়ে ওষুধ কিনবেন কী করে ?" এরপর আমিরকে বলতে শোনা যায়, "সেই কারণে অনেকে ওষুধ থেকে বঞ্চিতই থেকে যান ৷" 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত চলা টেলিভিশন শো থেকে এই ভিডিয়োটি নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:আধার কার্ডের ধরন বদল, এটিএম কার্ডের মতো মিলবে পিভিসি আধার কার্ড

এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে রামদেব লিখেছেন, "এই মেডিক্যাল মাফিয়াদের যদি হিম্মত থাকে, তাহলে তাঁরা আমির খানের বিরুদ্ধে আন্দোলন করুন ৷"

সম্প্রতি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, রামদেবের সঙ্গে তাঁদের কোনও সংঘাত নেই, তবে তাঁর যেহেতু অনেক অনুগামী রয়েছেন, তাই কোভিড পরিস্থিতিতে তাঁর মন্তব্য মানুষকে টিকাকরণ থেকে নিরুত্সাহ করতে পারে বলে আশঙ্কা রয়েছে ডাক্তারদের ৷

ABOUT THE AUTHOR

...view details