মুম্বই, 16 এপ্রিল: চলতি বছর আবারও ছোট পর্দায় ফিরছে রামানন্দ সাগরের রামায়ণ ৷ এ কথা জানিয়েছেন ওই মেগা সিরিয়ালে সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিখলিয়া স্বয়ং ৷ গত বছর করোনাভাইরাসের কারণে যখন দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তখনই মানুষের চাহিদা মেনে 33 বছর পর ডিডি ন্যাশনালে সম্প্রচারিত হয়েছিল সেই রামায়ণ ৷
1987-88 সালে প্রথমবার দূরদর্শনে সম্প্রচারিত হয় রামানন্দ সাগরের রামায়ণের ৷ সেই সময় প্রতি ঘরে ঘরে তুমুল জনপ্রিয়তা লাভ করে এই মেগা ধারাবাহিক ৷ গত বছর লকডাউনে ফের ফিরিয়ে আনা হয় রামায়ণকে ৷ এ বছরও ফের কোভিডের সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশজুড়ে ৷ নাইট কার্ফু ও আংশিক লকডাউন ঘোষিত হয়েছে মহারাষ্ট্রে ৷ এই অবস্থায় রামায়ণের পুনঃসম্প্রচারের কথা ঘোষণা করে দীপিকা জানিয়েছেন, "দারুণ আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ বছর আবার রামায়ণ ছোট পর্দায় সম্প্রচারিত হবে ৷ গত বছর লকডাউনের সময় রামায়ণ সম্প্রচারিত হয়েছিল ৷ মনে হচ্ছে, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে ৷ এই শো শুধু আমার জীবনেই নয়, বহু বছর ধরে হাজার হাজার ভারতীয়ের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ৷ আসুন, আমাদের সম্প্রদায়ের অংশ হোন এবং পরের প্রজন্মের কাছে রামায়ণের জ্ঞান পৌঁছে দিন ৷"