পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Release date of Abar Kanchenjunga : ফেরুয়ারিতে গন্তব্য আবার কাঞ্চনজঙ্ঘা, নিয়ে যাবেন রাজর্ষি - Raajhorshee De film

সামনের বছর 11 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রাজর্ষি দে (Raajhorshee De film) পরিচালিত ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abar Kanchenjunga release)৷ এই ছবিতে একঝাঁক তারকা সমাবেশ হতে চলেছে ৷

Rajorshi Dey's Abar Kanchenjunga is releasing on 11th February
ফেরুয়ারিতে গন্তব্য আবার কাঞ্চনজঙ্ঘা, নিয়ে যাবেন রাজর্ষি

By

Published : Dec 5, 2021, 9:50 AM IST

Updated : Dec 5, 2021, 1:49 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: 2022-এর গোড়ার দিকেই মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ছবি । জানা গেল আরেকটি নাম । 11 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রাজর্ষি দে (Raajhorshee De film) পরিচালিত বাংলা ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abar Kanchenjunga)৷

সামনের বছরের প্রায় শুরুতেই 'আবার কাঞ্চনজঙ্ঘা' (abar kanchenjunga) ঘোরাবেন পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)। গল্পের দিকে তাকালে দেখা যায়, অ্যাডভোকেট নিশীথ দেবের জ্যেষ্ঠপুত্র ত্রিদিব তাঁর তিন ভাই সুদেব, দেবেশ, রোহিত ও বোন সেমন্তীকে তাঁদের দার্জিলিংয়ের পৈতৃক বাড়িতে ডাক পাঠায় । উপলক্ষ, ঠিক কুড়ি বছর আগের মতো সবার একসঙ্গে বড়দিনের ছুটি কাটানো এবং ছোটবেলার স্মৃতিচারণ । ত্রিদিব ও তাঁর স্ত্রী রিনির একমাত্র সন্তান সুনয়ন, এই মুহূর্তে একটি দুর্ঘটনার অভিযোগের মামলায় জামিনপ্রাপ্ত । দুর্ঘটনার আতঙ্ক তাঁকে প্রতিনিয়ত গ্রাস করে এবং অপরাধবোধে ভোগায় । সুদেব আর ঋতাঙ্গনার মেয়ে ঋতজার যাওয়ার একমাত্র কারণ সুমিত্র । বয়সে অনেক বড় এবং সম্পর্কে পিসেমশাই হওয়া সত্ত্বেও সুমিত্রর প্রতি ঋতজার আকর্ষণ দিন দিন বাড়তে থাকে। আর সেই অনুভূতির ব্যাপারে জানে একমাত্র সেমন্তী । কী হয় এরপর ? গল্পে মোচড় আছে আরও অনেক । তা দেখার জন্য অপেক্ষাই কাম্য ।

একটি দৃশ্যের শুটিং-এ

আরও পড়ুন:Actor Accident Accused Arrested : প্রিয়াঙ্কা সরকারকে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেফতার বাইক চালক

এই ছবির সিংহভাগ শুটিং হয়েছে পাহাড়ের কোলে । এক ঝাঁক তারকা সমাবেশে তৈরি হয়েছে ছবিটি । রয়েছেন কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচি, রিচা শর্মা, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, রনিতা দাস, অসীম রায়চৌধুরী, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ।

টিম আবার কাঞ্চনজঙ্ঘা

ছবির গল্প লিখেছেন পরিচালক স্বয়ং । সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাথ দাশগুপ্ত । সঙ্গীত পরিচালনায় আশু চক্রবর্তী। গান লিখেছেন দুর্বা সেন এবং রাজর্ষি দে । স্টাইলিং-এ সাবর্ণী দাস । লুক সেট করেছেন অনিরুদ্ধ চাকলাদার ।

আরও পড়ুন:সত্যজিৎকে শ্রদ্ধা জানাতে আসছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'

আবার কাঞ্চনজঙ্ঘার পোস্টার

এ বার অপেক্ষা 11 ফেব্রুয়ারির । সেদিনই জানা যাবে কেমন হল বাঙালির 'আবার কাঞ্চনজঙ্ঘা' ভ্রমণ ৷

আরও পড়ুন:Shabaash Mithu release date: মিতালির জন্মদিনেই সাবাশ মিঠুর মুক্তির দিন ঘোষণা সৃজিতের

Last Updated : Dec 5, 2021, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details