পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Rajkummar Rao : আজই বিয়ের পিঁড়িতে রাজকুমার রাও, পাত্রী পত্রলেখা - রাজকুমার রাওয়ের ছবি

পত্রলেখার (Patralekhaa) সঙ্গে আজই বিয়ে করতে চলেছেন বলিউডের অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)৷ তবে কোভিড আবহে ছোট করেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান ৷

Rajkummar Rao To Marry actress Patralekhaa In Chandigarh today
চণ্ডীগড়ে পত্রলেখার সঙ্গে বিবাহবন্ধনে রাজকুমার রাও

By

Published : Nov 10, 2021, 7:53 PM IST

মুম্বই, 10 নভেম্বর: বলিউডে ফের বিয়ের ফুল ৷ এ বার বিবাহবন্ধনে অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)৷ দীর্ঘ সময়ের গার্লফ্রেন্ড তথা অভিনেত্রী পত্রলেখার (Patralekhaa) সঙ্গে আজই সাত পাকে বাঁধা পড়ছেন তিনি ৷ চণ্ডীগড়ে বসছে তাঁদের বিয়ের আসর ৷

বিশেষ সূত্রে জানা গিয়েছে, বড় জাঁকজমক নয়, ছোটখাটো অনুষ্ঠানের মধ্যেই চার হাত এক হচ্ছে 37 বছরের রাজকুমার রাও ও 32 বছরের পত্রলেখার ৷ পরিবার, বন্ধুবান্ধব ও ফিল্মি দুনিয়ায় ঘনিষ্ঠ কয়েকজনকেই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ পত্রলেখা ও রাজকুমার রাওয়ের পরিবার ইতিমধ্যে বিয়ের আসরে পৌঁছে গিয়েছেন বলে খবর ৷ কোভিড আবহের কারণে এই বলি যুগল ছোট করে বিয়েটা সারতে চেয়েছিলেন বলে সূত্রের মারফত খবর মিলেছে ৷ সেই কারণেই তাঁদের আমন্ত্রিতের তালিকায় রয়েছেন খুবই সীমিত সংখ্যক অতিথি ৷

দীর্ঘদিন ধরেই ভালোবাসার সম্পর্ক রাজকুমার রাও ও পত্রলেখার ৷ তবে তাঁদের বিয়ে নিয়ে আগাম কোনও ঘোষণা করেননি এই সেলেব কাপল ৷ দিনকয়েক আগে সংবাদমাধ্যমে খবর রটে যে, 11-13 নভেম্বরের মধ্যেই তাঁরা বিয়ে করতে চলেছেন ৷

আরও পড়ুন:Nawab Malik: মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের বাড়বাড়ন্ত নিয়ে 'হাইড্রোজেন বোমা' নবাবের, ফুলঝুরি বলল বিজেপি

পত্রলেখাকে প্রথম একটি বিজ্ঞাপনে দেখেছিলেন 'নিউটন' স্টার ৷ এরপর তিনি অভিনেত্রীর সঙ্গে রিয়েল লাইফে দেখা করতে চান ৷ মাসখানেক পরই তাঁদের দেখা হয় ৷ এবং তার খুব অল্প দিনের মধ্যেই একে-অপরকে ভালবেসে ফেলেন দুই তারকা ৷ 7 বছর ধরে তাঁরা কাছাকাছি রয়েছেন ৷

আরও পড়ুন:Poonam Pandey: স্বামীর মারে হাসপাতালে পুনম পান্ডে ! গ্রেফতার স্যাম বম্বে

2014 সালে সিটিলাইটসে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেই বলিউডে অভিষেক ঘটে পত্রলেখার ৷ কাই পো চে, আলিগড়, লাভ সোনিয়া, হাম দো হামারে দো-সহ নানা ফিল্মে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা ৷ লাভ, সেক্স অউর ধোকা ফিল্মে তাঁর বলিউড ডেবিউ হয়েছিল ৷ শাহিদ ফিল্মের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন রাজকুমার রাও ৷ তাঁর সাম্প্রতিক দুটি ফিল্ম হল হাম দো হামারে দো ও রুহি ৷

আরও পড়ুন:Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন

ABOUT THE AUTHOR

...view details