পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Hum Do Hamare Do Trailer: পেটে খিল ধরাবে রাজকুমার-কৃতীর 'হাম দো হামারে দো'-র ট্রেলার - হাম দো হামারে দো

মুক্তি পেল রাজকুমার রাও (Rajkummar Rao) ও কৃতী শ্যাননের (Kriti Sanon) ফিল্ম 'হাম দো হামারে দো'-র ট্রেলার (Hum Do Hamare Do Trailer) ৷ ট্রেলার দেখেই পেটে খিল ধরেছে দর্শকদের ৷

Rajkummar Rao And Kriti Sanon's film Hum Do Hamare Do Trailer released
পেটে খিল ধরাবে রাজকুমার-কৃতীর হাম দো হামারে দো-র ট্রেলার

By

Published : Oct 11, 2021, 2:16 PM IST

মুম্বই, 11 অক্টোবর :বাবা-মাকে দত্তক নেওয়ার কথা কখনও শুনেছেন ? প্রেমিকার দাবি মেনে বিয়েটা পাকা করতে সেই কাজই করলেন গল্পের নায়ক ৷ বলছি রাজকুমার রাও (Rajkummar Rao) ও কৃতী শ্যাননের (Kriti Sanon) ফিল্ম 'হাম দো হামারে দো'-র (Hum Do Hamare Do Trailer) কথা ৷ মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ যা দেখে পেটে খিল ধরে গিয়েছে দর্শকদের ৷ ট্রেলারেই যথেষ্ট আশা জাগাচ্ছে এই ফিল্ম ৷

2 মিনিট 48 সেকেন্ডের ট্রেলারের শুরুতেই পরিচয় ঘটানো হয়েছে গল্পের নায়ক-নায়িকা রাজকুমার রাও ও কৃতী শ্যাননের সঙ্গে ৷ ছবির স্টোরিলাইন শুরু থেকেই মজাদার ৷ হিরোকে তাঁর লাভ স্টোরি সফল করার জন্য দত্তক নিতে হবে এক বাবা-মাকে ৷ বিয়েটা নিশ্চিত করতে পরেশ রাওয়াল ও তাঁর একসময়ের প্রেম রত্না পাঠক শাহের সাহায্য নেন রাজকুমার ৷ পরেশ ও রত্নাকেই নিজের বাবা-মা সাজান তিনি ৷

আরও পড়ুন:Aryan Khan: আজও মিলল না মুক্তি, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি বুধবার

কৃতী শ্যানন ও তাঁর পরিবার যখন তাঁদের প্রেম কাহিনী শুনতে চান, তখন দু'জন দু'রকমের গল্প উপস্থাপিত করতে থাকেন ৷ সন্দেহ শুরু হয় তা নিয়েই ৷ অবশেষে প্রকাশ্যে এসে যায় তাদের ঝুটো সম্পর্ক ৷ এরপর ছবির ক্লাইম্যাক্স কোনদিকে গড়ায় ? বিয়েটা কি আদৌ হবে ? তা জানার অপেক্ষায় রয়েছেন দর্শকরা ৷ ছবিতে অপারশক্তি খুরানা, মনু ঋষি ও প্রাচী শাহ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৷

আরও পড়ুন:Nusrat-Yash Marriage : বিয়ে করেছেন, যশের জন্মদিনে সেই বার্তাই দিলেন নুসরত ?

ছবির গল্পটি লিখেছেন অভিষেক জৈন, প্রশান্ত ঝা ও অভিজিৎ খুমান ৷ পরিচালনা করেছেন অভিষেক জৈন ৷ 'হাম দো হামারে দো' ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে আগামী 29 অক্টোবর ৷

আরও পড়ুন:Shororipu 2: Jotugriho : পঞ্চমীতে টানটান রহস্য নিয়ে আসছেন 'চন্দ্রকান্তা' চিরঞ্জিৎ, আড্ডায় টিম 'ষড়রিপু 2 জতুগৃহ'

ABOUT THE AUTHOR

...view details