চেন্নাই : রজনীকান্তের ছবি মানেই ব্লকবাস্টার । 'রোবট','লিঙ্গা', '2.0' সবসিনেমাই বক্স অফিসে দারুণ ফল করেছে । তবে ব্যতিক্রম হয়ে দাঁড়ালো 'দরবার' । বিশ্বজুড়ে 250 কোটি উপার্জন করা সত্ত্বেও ছবিটি একটি বক্স অফিস ডিসাস্টার হিসেবেই ধরা হচ্ছে । তাই রজনীকান্তের কাছে ক্ষতিপূরণের দাবি নিয়ে যাবেন ছবির ডিস্ট্রিবিউটররা ।
এক ডিস্ট্রিবিউটররা সেই সংবাদমাধ্যমকে বলেন, "এই ছবির ডিস্ট্রিবিউটররা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ছবিটি ইনভেস্টমেন্টের খরচটুকুও তুলতে পারেনি, লাভ করা তো দূরের ব্যাপার । তাই একত্রিত হয়ে রজনীকান্তের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উনি আমাদের অবস্থাটা বুঝতে পারবেন । এই উইকেন্ডে ওঁর বাড়ি যাব আমরা ।"