পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের রাজনৈতিক দল তৈরি করছেন রজনীকান্ত, লঞ্চ হবে জানুয়ারিতে - Rajinikanth political party

2021 সালের জানুয়ারি মাসেই নিজের রাজনৈতিক দল লঞ্চ করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ।

Rajinikanth political party
Rajinikanth political party

By

Published : Dec 3, 2020, 12:41 PM IST

Updated : Dec 3, 2020, 1:26 PM IST

চেন্নাই : অবশেষে জল্পনার শেষ । 2021 সালের জানুয়ারি মাসেই নিজের রাজনৈতিক দল লঞ্চ করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত । 31 ডিসেম্বর বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করা হবে বলে জানা গেছে PTI সূত্রে ।

গতকাল অর্থাৎ 2 ডিসেম্বর রজনীকান্ত তাঁর ফোরাম 'রজনী মক্কল মন্ড্রম'-এর সিনিয়র অফিসারদের সঙ্গে দেখা করেন । এই বিষয়ে তাঁদের সম্মতি পেয়েছেন অভিনেতা ।

"আমি যে সিদ্ধান্ত নেব, তাতেই রাজি ওঁরা । তাই আমি খুব তাড়াতাড়ি আমার সিদ্ধান্তের কথা ঘোষণা করব ।", সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন রজনীকান্ত ।

2020 সালের ফেব্রুয়ারি মাসে রজনীকান্তের সহকারী ও কাছের মানুষ ত্য়াগরাজন ANI-কে জানিয়েছিলেন, "মে বা জুন মাসে রজনীকান্ত লঞ্চ করতে চলেছেন তাঁর নিজের রাজনৈতিক দল, এর থেকে বেশি দেরি হবে না ।"

থালাইভা..

2021 সালের অ্যাসেম্বলি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সতর্কবার্তা দিয়ে আত্মবিশ্বাসী গলায় ত্য়াগরাজন এটাও বলেছিলেন, "রজনীকান্তই তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ।"

তবে কোরোনা এসে সবটা বদলে দেয় । লকডাউনে থমকে যায় দেশ । পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই নিজের স্বপ্নপূরণ করতে উঠেপড়ে লেগেছেন রজনীকান্ত । এখন অপেক্ষা 31 ডিসেম্বরের ।


Last Updated : Dec 3, 2020, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details