পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিং ফ্লোরে মেয়ের সঙ্গে গল্পে মশগুল রজনীকান্ত - Rajinikanth started shooting

'আন্নাথে' ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স । মূলত এই প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়েছিল এই ছবি । আর তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ।

asd
asd

By

Published : Dec 14, 2020, 8:02 PM IST

মুম্বই : নয় মাস পর অবশেষে শুটিং শুরু করলেন রজনীকান্ত । কোরোনা পরিস্থিতির মধ্যে এতদিন শুটিং থেকে দূরে ছিলেন । অবশেষে 'আন্নাথে' ছবি দিয়েই শুটিং শুরু করলেন তিনি ।

শুটিং ফ্লোরে উপস্থিত ছিল তাঁর মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তও । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি । সেখানে সেটের মধ্যে মেয়ের সঙ্গে বসে গল্প করতে দেখা গিয়েছে তাঁদের । তাঁরা যে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন সেটা অবশ্য তাঁদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ।

'আন্নাথে' ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স । মূলত এই প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়েছিল এই ছবি । আর তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ।

'আন্নাথে'-র সেটে মেয়ের সঙ্গে গল্প করছেন রজনীকান্ত

ছবিতে রজনীকান্তকে সাদা ধুতি ও শার্ট পরতে দেখা গিয়েছে । আর সঙ্গে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সাদা মাস্কও পরেন তিনি । এছাড়া ঐশ্বরিয়ার পরনে ছিল ক্যাজ়ুয়াল পোশাক ।

তবে 15 ডিসেম্বর থেকে 'আন্নাথে'-র শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, পরে পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত পরিবর্তন করা হয় । আর সেই মতো নির্ধারিত দিনের আগেই শুটিং শুরু করেন রজনীকান্ত ।

এই মুহূর্তে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে 'আন্নাথে'-র শুটিং । 13 ডিসেম্বর বিশেষ বিমানে চেন্নাই থেকে হায়দরাবাদে আসেন রজনীকান্ত সহ ছবির কলাকুশলীরা । এদিকে গতকালই ছিল রজনীকান্তের জন্মদিন । সেই উপলক্ষ্য়ে বিমানের মধ্যে তাঁর জন্যে কেকের ব্যবস্থা করা হয়েছিল । তাই বিমান ছাড়ার আগেই কেক কেটে জন্মদিন পালন করতে দেখা যায় থালাইভাকে ।

সব ঠিক থাকলে 2021 সালেই মুক্তি পাবে 'আন্নাথে'।

ABOUT THE AUTHOR

...view details