পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

RRR Trailer Launch : অ্যাকশনে ভরপুর ‘RRR’, ট্রেলারেই প্রত্যাশার পারদ চড়ালেন রাজামৌলি

চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল বাহুবলীখ্যাত পরিচালকের সিনেমার ৷ যদিও করোনার জন্য পিছিয়ে গিয়েছে মুক্তির তারিখ ৷

RRR Trailer
ট্রেলারেই প্রত্যাশার পারদ চড়ালেন রাজামৌলি

By

Published : Dec 9, 2021, 11:06 PM IST

হায়দরাবাদ, 9 ডিসেম্বর : রাইজ় রোর রিভল্ট, সংক্ষেপে ‘RRR’ ৷ আগামী বছর এই ধামাকাই নিয়ে আসছেন বাহুবলীর পরিচালক এসএস রাজামৌলি ৷ আজ সিনেমার ট্রেলারেই সেই বার্তা আগাম দিয়ে রাখলেন পরিচালক ৷ মারকাটারি অ্যাকশন, দুর্ধর্ষ ভিএফএক্স- দর্শকদের প্রত্যাশার পারদকে ট্রেলারেই কয়েকগুণ বাড়িয়ে দিলেন রাজামৌলি ৷

সিনেমাতে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর ৷ প্রথমবার দক্ষিণের সিনেমায় দেখা যাবে বলিউড ব্রিগেডকেও ৷ বাহুবলীর পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভাট ৷ দুই তেলেগু মুক্তিযোদ্ধা সীতারামা রাজু ও কমারাম ভীমার জীবন নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা ৷ প্রায় 450 কোটি টাকা ব্যায়ে তৈরি ‘RRR’ মুক্তি পাবে আগামী বছরের 7 জানুয়ারী (RRR will be released on January 7, 2022) ৷

আরও পড়ুন : VicKat honeymoon: মধুচন্দ্রিমায় নয়, বিয়ের পরই শুটিং-এ ফিরছেন ভিকি-ক্যাটরিনা

ABOUT THE AUTHOR

...view details