কলকাতা, 12 জানুয়ারি : এর আগে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ব্যাপক সাড়া ফেলেছিল তাঁর ছবি 'ডেথ সার্টিফিকেট' (Rajaditya is well known for his critically acclaimed film 'Death Certificate') ৷ সম্প্রতি লুপ্তপ্রায় বাংলার বহুরূপী শিল্প নিয়ে তৈরি তাঁর বিশেষ তথ্যচিত্র 'বিপন্ন বহুরূপী' প্রশংসা কুড়িয়েছে সমালোচকমহলে ৷ ফের একবার ভাল কাজের পুরস্কার পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় ৷ 20তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হল তাঁর তথ্যচিত্র 'লস্ট ফর ওয়ার্ডস' (Rajaditya Banerjee directed documentary 'Lost For Words' nominates for DIFF)।
আগামী 19 জানুয়ারি পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে বেলা 3টে থেকে প্রদর্শিত হবে রাজাদিত্যর তথ্যচিত্র 'লস্ট ফর ওয়ার্ডস'। পাশাপাশি 20 জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় আর্ট গ্যালারিতেও প্রদর্শিত হবে এই ছবি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'সিনেমা অফ ওয়ার্ল্ড' বিভাগে প্রতিযোগিতায় রয়েছে এই ছবি। ছবিতে বিলুপ্তপ্রায় টোটো মানুষদের জীবনযাপন তুলে ধরেছেন পরিচালক রাজাদিত্য। ভারত-ভুটান সীমান্তের শেষ ভাগে টোটো ভাষাভাষী মানুষের একটি ছোট্ট গ্রাম রয়েছে ৷ যেখানে 1,585 টোটো ভাষাভাষী মানুষ রয়েছেন ৷ ইউনেস্কো এই ভাষাকে 'ক্রিটিকালি ইন ডেঞ্জার' হিসেবে চিহ্নিত করেছে। কেন এই টোটো ভাষা অবলুপ্তির পথে? কেনই বা ভাষারক্ষার লড়াই করে যেতে হচ্ছে এই জনজাতিকে? সেইসব নিয়েই এই তথ্যচিত্র ৷