পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাজের পরের ছবিতেও থাকছে শুভশ্রী ও ঋত্বিক - amma

'পরিণীতা'-য় প্রথম শুভশ্রী-ঋত্বিকের জুটিকে দেখতে পাবেন দর্শক । এরপর আবার রাজ চক্রবর্তী তাঁর পরের ছবি 'আম্মা'-তেও দেখা যাবে শুভশ্রী ও ঋত্বিককে । রাজনৈতিক বিষয়ের উপর তৈরি এই ছবিতে রয়েছেন পার্নো, সোহম ও স্বাতীলেখাও ।

রাজের পরের ছবিতেও থাকছে শুভশ্রী-ঋত্বিক জুটি

By

Published : Aug 4, 2019, 4:04 PM IST

Updated : Aug 4, 2019, 4:57 PM IST

কলকাতা : 'পরিণীতা' আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে প্রেক্ষাগৃহে । তার মধ্যেই দর্শকের সামনে এল পরিচালক রাজ চক্রবর্তীর পরবর্তী ছবির খুঁটিনাটি । ছবির নাম 'আম্মা' । আর এই ছবিতেও শুভশ্রী ও ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাবে দর্শক ।

ছবিতে শুভশ্রী ও ঋত্বিক ছাড়াও রয়েছেন পার্নো মিত্র, সোহম ও স্বাতীলেখা সেনগুপ্ত । ছবিটি রাজনৈতিক । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই 'আম্মা'-র গল্প সাজিয়েছেন রাজ । এর আগেও 'প্রলয়'-র মতো রাজনৈতিক ছবি বানিয়েছেন পরিচালক ।

'আম্মা'-তে দেখা যাবে এক বৃদ্ধাকে দেখাশোনা করেন এক অল্প বয়সি নারী । তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে আরও তিনজন । এদের প্রত্যেকেরই রয়েছে অতীত । প্রত্যেকের মধ্যে তৈরি হয় অন্তর্দ্বন্দ্ব ।

এই প্রথম স্বাতীলেখা ও পার্নো কাজ করছেন রাজের সঙ্গে । ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ।

Last Updated : Aug 4, 2019, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details