কলকাতা, 23 জুলাই:অবশেষে নীরবতা ভাঙলেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ পর্ন ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির পর প্রথম মুখ খুললেন তিনি ৷ গত কয়েকদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন ৷ তিনদিন সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ৷ অবশেষে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে ফের প্রকাশ্যে এলেন ৷ রাজ সম্পর্কে সরাসরি কিছু না-বললেও তাঁর হেঁয়ালিপূর্ণ বার্তায় উঠে এসেছে সেই প্রসঙ্গই ৷
বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি পংক্তির ছবি পোস্ট করেন শিল্পা শেট্টি ৷ সেই ছবিতে লেখা রয়েছে, "আমি দীর্ঘ শ্বাস নিচ্ছি ৷ আমি জানি যে সৌভাগ্যবশত আমি বেঁচে আছি ৷ অতীতে আমি চ্যালেঞ্জ অতিক্রম করে বেঁচে ছিলাম এবং ভবিষ্যতেও আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়েই বেঁচে থাকব ৷ আমার আজকের জীবনযাপন থেকে আমাকে বিভ্রান্ত করার কোনও প্রয়োজন নেই ৷"
আরও পড়ুন:রাজ কুন্দ্রা মামলায় জড়িয়ে বড় বড় সেলিব্রিটিরা ? নজরে সেক্স রেভ পার্টি
রাজ কুন্দ্রার গ্রেফতারির ঘটনায় চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে এনেছে মুম্বই পুলিশ ৷ তারা জানিয়েছে, শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর ভগ্নিপতি প্রদীপ বক্সি একটি আন্তর্জাতিক পর্ন চক্রের মাস্টারমাইন্ড ৷ সেই চক্রের কনটেন্ট তৈরির কোম্পানি রয়েছে ভারত ও ব্রিটেনে ৷ কুন্দ্রার গ্রেফতারিতে দেশের কুখ্যাত পর্ন জগতের পর্দা ফাঁস হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ এর সঙ্গে বেশ কিছু বড় নাম জড়িয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের ৷ অভিযোগ, গ্রেফতারি এড়াতে মুম্বই পুলিশের আধিকারিকদের 25 লাখ টাকা ঘুষও দিয়েছিলেন রাজ কুন্দ্রা ৷
দেখুন:নীল বিতর্কে রাজ