পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Shilpa Shetty : প্রথমে বাড়িতে পুলিশ, পরে জেরা শিল্পাকে, হেফাজতের মেয়াদ বাড়ল রাজের - 27 জুলাই

পর্ন ছবি (Porn Film) তৈরির মামলায় এ বার শিল্পা শেট্টির (Shilpa Shetty) বাড়িতে হানা দিল পুলিশ ৷ এ দিকে, তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং তাঁর কোম্পানির তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান রায়ান থর্পের পুলিশি হেফাজত 27 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

raj-kundra-and-ryan-thorpes-police-custody-extended-to-27th-july-in-porn-film-case
শিল্পার বাড়িতে পুলিশ, পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল রাজের

By

Published : Jul 23, 2021, 4:30 PM IST

Updated : Jul 23, 2021, 10:34 PM IST

মহারাষ্ট্র, 23 জুলাই : পর্ন ছবি মামলায় এ বার বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) বাড়িতে হানা দিল পুলিশ ৷ এই মামলার সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এ দিকে, আজই তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং তাঁর কোম্পানির তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান রায়ান থর্পের পুলিশি হেফাজত 27 জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত ৷ পর্ন-কাণ্ডে অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির ব্যবসা সম্পর্কে তিনি কিছু জানতেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরদের মধ্যে শিল্পা একজন।

ব্যবসায়ী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই সবার মুখে মুখে একটাই প্রশ্ন ঘুরছে, রাজ-পত্নী শিল্পা শেট্টিও কি তবে এই ঘটনায় জড়িত ? যদিও পুলিশের তরফে জানানো হয়েছিল যে, এখনও পর্যন্ত শিল্পার সঙ্গে পর্ন ছবি তৈরির মামলার কোনও যোগ মেলেনি ৷ তবে তদন্ত চলছে ৷ সেই তদন্ত প্রক্রিয়ার অগ্রগতির জন্যই শুক্রবার বিকেলে শিল্পা শেট্টির বাড়িতে হানা দেয় পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ খতিয়ে দেখা হচ্ছে যাবতীয় নথিপত্র ৷

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার মিলিন্দ ভারাম্বে শিল্পা প্রসঙ্গে জানিয়েছিলেন, "এখনও পর্যন্ত আমরা তাঁর সক্রিয় কোনও যোগাযোগ খুঁজে পাইনি ৷ তদন্ত চলছে ৷ যাঁরা এই ঘটনার শিকার হয়েছেন, তাঁদের মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে বলছি ৷ আমরা যথাযথ ব্যবস্থা নেব ৷"

আরও পড়ুন:রাজ কুন্দ্রা গ্রেফতারির পর প্রথম পোস্ট, নয়া চ্যালেঞ্জের গল্প শোনালেন শিল্পা

রাজ কুন্দ্রার গ্রেফতার হওয়ার পর এতদিন লোকচক্ষুর আড়ালে থেকে আজই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাজিগর গার্ল ৷ বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি পংক্তির ছবি পোস্ট করেন শিল্পা শেট্টি ৷ সেই ছবিতে লেখা রয়েছে, "আমি দীর্ঘ শ্বাস নিচ্ছি ৷ আমি জানি যে সৌভাগ্যবশত আমি বেঁচে আছি ৷ অতীতে আমি চ্যালেঞ্জ অতিক্রম করে বেঁচে ছিলাম এবং ভবিষ্যতেও আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়েই বেঁচে থাকব ৷ আমার আজকের জীবনযাপন থেকে আমাকে বিভ্রান্ত করার কোনও প্রয়োজন নেই ৷"

এ দিকে, রাজ ও রায়ানকে আজ ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করে মুম্বই পুলিশ ৷ তাঁদের আরও সাতদিন পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয় ৷ মুম্বই পুলিশের সন্দেহ, পর্নোগ্রাফি থেকে উপার্জন করা টাকা অনলাইন বেটিং-এ লাগানো হত ৷ সে জন্য রাজ কুন্দ্রার ইয়েস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ আফ্রিকার অ্যাকাউন্টের মধ্যে কী কী লেনদেন হয়েছিল, তা তদন্তের প্রয়োজন রয়েছে বলে আদালতকে জানায় পুলিশ ৷ সূত্রের দাবি, গত এক-দেড় বছরে শতাধিক পর্ন ছবি বানিয়েছে রাজ কুন্দ্রা ও তাঁর কোম্পানি ৷

আরও পড়ুন: রাজের পর্নোগ্রাফি তৈরিতে যুক্ত ছিলেন শিল্পাও ?

পর্ন ফিল্ম (Porn Film) তৈরি ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ গত এপ্রিল মাসে রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল ৷ পুলিশের দাবি, রাজ কুন্দ্রা ও তাঁর ভগ্নিপতি প্রদীপ বক্সি একটি আন্তর্জাতিক পর্ন চক্রের মাস্টারমাইন্ড ৷ সেই চক্রের কনটেন্ট তৈরির কোম্পানি রয়েছে ভারত ও ব্রিটেনে ৷ বিহান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক রাজ কুন্দ্রা ৷ তিনি ও তাঁর স্ত্রী শিল্পা দুজনেই এই কোম্পানির হয়ে প্রচার চালাতেন ৷ অপরদিকে, ব্রিটিশ নাগরিক প্রদীপ বক্সি লন্ডনের কেনরিন লিমিটেডের চেয়ারম্যান ৷ কুন্দ্রার বোনের সঙ্গে বিয়ে হয়েছে প্রদীপের ৷

আরও পড়ুন:রাজ কুন্দ্রা মামলায় জড়িয়ে বড় বড় সেলিব্রিটিরা ? নজরে সেক্স রেভ পার্টি

মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার মিলিন্দ ভারাম্বে সাংবাদিকদের জানিয়েছেন, এই দুটি কোম্পানির হটশটস ডিজিটাল এন্টারটেইনমেন্ট নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে ৷ এই অ্যাপ তৈরি করেছে কেনরিন লিমিটেড ৷ এই অ্যাপের ডেসক্রিপশনে লেখা হয়েছে যে, 'এটি বিশ্বের প্রথম 18+ অ্যাপ ৷'

দেখুন:নীল বিতর্কে রাজ

সেখানে বিশ্ব স্তরের বেশ কয়েকজন হট মডেল ও সেলিব্রিটির এক্সক্লুসিভ ছবি, শর্ট ফিল্ম ও হট ভিডিয়ো দেওয়া আছে ৷ রয়েছে সফট ও হার্ড পর্ন ৷ তদন্তে দেখা গিয়েছে, অল্পবয়সি শিল্পীদের বিশেষত মেয়েদের সাহসী দৃশ্যের ভিডিয়ো পোস্ট করতে বলা হত ৷ তাঁদের ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে অর্ধনগ্ন বা নগ্ন হয়ে অডিশন দিতে বলা হত বলে অভিযোগ ৷

Last Updated : Jul 23, 2021, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details