মুম্বই, 30 জুন : চোখের জলে স্বামী রাজ কৌশলকে চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা বেদী ৷ স্বামীর শেষযাত্রায় কাঁধ দিয়েছেন ৷ এই ছবিই মন্দিরাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ৷ প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷ শোকবার্তা জানানোর পাশাপাশি স্টিরিওটাইপ ভাঙার জন্য কুর্ণিশ জানিয়েছেন অনেকে ৷
কোনও মহিলা শবদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে এমন দৃশ্য সাধারণত দেখা যায় না ৷ এসব ক্ষেত্রে মূলত পুরুষদেরই ভূমিকা থাকে ৷ বাড়ির কেউ মারা গেলে বাড়ির স্ত্রী, মেয়েদের শ্মশানেও যেতে দেওয়া হয় না ৷ দীর্ঘদিন ধরে চলে আসা এই দৃশ্যে বদল দেখল গোটা দেশ ৷ আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা প্রয়াত হন অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী তথা চিত্রপরিচালক রাজ কৌশল ৷ 22 বছরের দাম্পত্যজীবন ছিল রাজ-মন্দিরার ৷ স্বামীর রাজ কৌশলের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়েন মন্দিরা ৷ অ্যাম্বুলেন্স থেকে শবদেহ নামিয়ে শশ্মানে নিয়ে যাওয়ার আগে স্বামীকে কাঁধ দেন মন্দিরা ৷ হাতে ছিল আগুনের মাটির কলসি ৷