পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডেটিং অ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট, সাইবার সেলের দ্বারস্থ হবেন রাজ

সম্প্রতি রাজের নামে একটি ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে । যার কিছুই জানেন না অভিনেতা । তবে ব্যস্ততার জন্য এখনও পর্যন্ত সাইবার সেলে অভিযোগ জানাতে পারেননি তিনি । খুব তাড়াতাড়িই অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন পরিচালক ।

োে্
োে্

By

Published : Aug 10, 2020, 10:12 PM IST

কলকাতা : তারকাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা নতুন কোনও বিষয় নয় । সোশাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় বিষয়টি । কখনও আবার সেই প্রোফাইল থেকে অশালীন মন্তব্যও করা হয় নেটিজ়েনদের । যার কারণে অনেক সময় বিপাকে পড়েন তারকারা । অনেক সময় আবার সাইবার সেলের দ্বারস্থও হতে দেখা যায় তাঁদের । আর এবার এই ফাঁদে পড়েছেন পরিচালক রাজ চক্রবর্তী ।

সম্প্রতি তাঁর নামে একটি ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে । যার কিছুই জানেন না অভিনেতা । তবে ব্যস্ততার জন্য এখনও পর্যন্ত সাইবার সেলে অভিযোগ জানাতে পারেননি তিনি । খুব তাড়াতাড়িই অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন পরিচালক ।

সোশাল মিডিয়ায় এর আগেও রাজের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে । বিষয়টি নিয়ে কখনও চুপ থাকেননি তিনি । অভিযোগও জানিয়েছিলেন । আর সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে ।

কিন্তু, এবার তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে । ভুয়ো অ্যাকাউন্টের কথা তিনি জানতেন । কিন্তু, ডেটিং অ্যাপে তাঁর নামে প্রোফাইল খোলার কথা জানতেন না তিনি । এমনকী, সেখান থেকে বিভিন্ন মহিলাকে ডেটে যাওয়ার প্রস্তাবের পাশাপাশি একাধিক কুপ্রস্তাবও দেওয়া হয়েছে । সব থেকে বড় বিষয় হল, ওই প্রোফাইলের মালিক রাজ না হওয়া সত্ত্বেও অ্যাকাউন্টটিকে ভেরিফায়েড হিসেবে দেখানো হচ্ছে ।

এ প্রসঙ্গে ETV ভারতকে রাজ বলেন, "ভীষণই জঘন্য এবং নগণ্য বিষয় । এ নিয়ে আমি সাইবার সেলের দ্বারস্থ হব ।"

ABOUT THE AUTHOR

...view details