পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Celebs Congratulate Nusrat: ভালবাসা পাঠালেন তনুশ্রী-প্রিয়াঙ্কা-রাজ, অভিনন্দনে ভাসছেন নুসরত - রাজ চক্রবর্তী

অভিনন্দনের বন্যায় ভাসছেন সদ্য মা হওয়া নুসরত জাহান (Nusrat Jahan)৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) মতো নানা সেলিব্রিটি ৷

raj chakraborty, tanushree chakraborty, priyanka sarkar and others congratulates nusrat jahan for giving birth to a child
ভালোবাসা পাঠালেন তনুশ্রী-প্রিয়াঙ্কা-রাজ, অভিনন্দনে ভাসছেন নুসরত

By

Published : Aug 26, 2021, 5:59 PM IST

কলকাতা, 26 অগস্ট :মা হয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ এতদিন তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে ফিসফিসানি চললেও, সন্তানের জন্মের পর এই নিয়ে মুখ খুলতে আর কোনও দ্বিধা নেই সেলিব্রিটিদের ৷ মন খুলে তাঁরা অভিনন্দন জানাচ্ছেন অভিনেত্রীকে ৷ প্রাণের বোনুয়া মিমি চক্রবর্তী ছাড়াও নুসরতকে অভিনন্দন জানিয়েছেন তাঁর আর এক সহচরী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty) ৷ এ ছাড়াও চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) মতো সেলেবরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সদ্য মা হওয়া তৃণমূল সাংসদকে ৷

ভালোবাসা পাঠালেন তনুশ্রী-প্রিয়াঙ্কা-রাজ, অভিনন্দনে ভাসছেন নুসরত

সন্তানসম্ভবা হওয়ার পর দুই প্রিয় বান্ধবী তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে পার্টি করতে দেখা গিয়েছিল নুসরত জাহানকে ৷ সেই পার্টির ছবিতেই প্রথম প্রকাশ্যে আসে তাঁর বেবি বাম্প ৷ বান্ধবীর এই সুদিনে তাঁকে ভালোবাসা পাঠিয়েছেন তনুশ্রী ৷ তিন বান্ধবীর একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ সেখানে একটি ভাল মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে নুসরত, তনুশ্রী ও শ্রাবন্তীকে ৷ ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "প্রাণপ্রিয় নুসরতকে অভিনন্দন ৷ অনেক ভালোবাসা ৷"

আরও পড়ুন:Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

নুসরতকে ও তাঁর সদ্যোজাত সন্তানকে ভালোবাসা পাঠিয়েছেন আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও ৷ তিনি টুইটে লিখেছেন, "ছোট্ট সোনাকে অনেক ভালোবাসা পাঠাচ্ছি ৷ তুমি সব আনন্দ পাও এটাই প্রার্থনা করছি ৷ অভিনন্দন নুসরত ৷ ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন ৷"

নুসরতের মা হওয়ার খবরে আপ্লুত চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীও ৷ তিনি অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, "একটা জীবন সৃষ্টি করার থেকে বেশি আনন্দ আর কিছুতে নেই ! নুসরত তোমার জন্য আমরা দারুণ খুশি ৷ তোমার ও তোমার সন্তানের সুস্বাস্থ্য কামনা করি ৷ নিজের যত্ন নিও ৷ অনেক অভিনন্দন ৷ শিগগিরই তোমার সঙ্গে দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন:Nusrat Jahan: মা হলেন নুসরত জাহান

সন্তানের জন্মের সময় নুসরতের পাশে থাকতে পারেননি তাঁর বোনুয়া মিমি চক্রবর্তী ৷ ওড়িশায় অরিন্দম শীলের 'খেলা যখন' ফিল্মের শ্যুটিং-এ ব্যস্ত তিনি ৷ তবে ব্যস্ততার মাঝেই নুসরত জাহানের পুত্রসন্তানের জন্মের খবর পান তৃণমূল সাংসদ (TMC MP)৷ টুইটে মিমি লিখেছেন, "নুসরতকে অভিনন্দন ৷ তোমায় কাছে থেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ৷ অনেক ভালোবাসা ও আলিঙ্গন ৷"

আরও পড়ুন: Nusrat Jahan: সাতসকালে হাসপাতাল থেকে ছবি পোস্ট, সন্তানের অপেক্ষায় নুসরত

আজ বেলা 12.30টা নাগাদ পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরত জাহান ৷ মা ও সন্তান দু‘জনেই ভাল আছেন বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ তবে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ হাসপাতালে সবসময় নুসরতের পাশে থেকেছেন তাঁর বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta)৷

আরও পড়ুন:বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

ABOUT THE AUTHOR

...view details