পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অসুস্থ শুভশ্রীকে আদর শাশুড়ির, বকলেন ছেলেকে - subhashree fever

জ্বর গায়ে শাশুড়ির কোলে শুয়ে আদর খেলেন শুভশ্রী ।

dgf
dfg

By

Published : Jan 12, 2020, 8:02 PM IST

কলকাতা : প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যেই জ্বর বাঁধিয়ে বসেছেন বউমা । কিন্তু, সেদিকে কোনও খেয়াল নেই ছেলের । এর জন্য ছেলের উপর চটেও যান মা লীলা চক্রবর্তী । আর নিজের কোলের উপর শুইয়ে বউমার মাথায়, গায়ে হাত বুলিয়ে দেন তিনি । সম্প্রতি এই রকমই একটি ভিডিয়ো শেয়ার করেন পরিচালক রাজ চক্রবর্তী ।

ভিডিয়োতে শাশুড়ির কোলে শুয়ে আদর খেতে দেখা গেছে শুভশ্রীকে । শাশুড়ির পায়ে হাতও বুলিয়ে দেন তিনি । আবার বলেন, "তোমার পা খুব ঠান্ডা । দেখো আমার হাত কী গরম ।" এরপর বউমার গায়ে, মাথায় হাতও বুলিয়ে দেন লীলাদেবী ।

কিন্তু, শুভশ্রীর জ্বরের দিকে কোনও খেয়াল নেই রাজের । ভিডিয়োতে রাজের উপর চটেও গেছেন লীলাদেবী । বলেন, "ও (শুভশ্রী) বলে তাই কাজ করছে । অন্য কোনও মেয়ে হলে চলে যেত । বলত পারব না স্যার । এই বলে চলে যেত । আগে শরীর । তোমার মতো ডিরেক্টর কত পাব ।" ছেলের উদ্দেশ্যে এসব কথা ভিডিয়োতে বলেন তিনি ।

শাশুড়ি-বউমার মধুর সম্পর্কের বিষয়টি পরিষ্কার হয়েছে ভিডিয়ো থেকে । বউমাকে আদরে ভরিয়ে দিয়েছেন তিনি । এমনকী, তাঁর শরীরের জন্য উদ্বেগও প্রকাশ করেন । বউমাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য ছেলেকে নির্দেশও দেন তিনি ।

কাজের দিক থেকে গত বছর মুক্তি পায় শুভশ্রীর 'পরিণীতা'। এখন রাজের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ'-র শুটিংয়ে ব্যস্ত তিনি । পাশাপাশি অঙ্কুশের সঙ্গে একটি ছবিতেও দেখা যাবে শুভশ্রীকে ।

ABOUT THE AUTHOR

...view details